Top
সর্বশেষ

করোনা: মৃত্যুর শীর্ষে ব্রাজিল, সংক্রমণে ভারত

০৫ জুলাই, ২০২১ ৯:৫২ পূর্বাহ্ণ
করোনা: মৃত্যুর শীর্ষে ব্রাজিল, সংক্রমণে ভারত

বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। তবে গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানি কিছুটা কমেছে।

রোববার (০৪ জুলাই) বিশ্বজুড়ে আরও ৫ হাজার ৯’শর কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে ভাইরাসে। এতে এখন পর্যন্ত মহামারিতে মোট মৃত্যুর সংখ্যা ৩৯ লাখ ৯৩ হাজার ছাড়ালো।

গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে ৩ লাখ ২৫ হাজারের বেশি নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে।

দৈনিক মৃত্যুর শীর্ষে এখনও রয়েছে ব্রাজিল।

লাতিন দেশটিতে রোববার ৭৭৬ জন মানুষ মারা গেলেন করোনায়। নতুনভাবে সাড়ে ২৭ হাজার ৭শ’র বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাস।
এদিন দৈনিক সংক্রমণের শীর্ষে ছিল ভারত। ৪০ হাজারের বেশি মানুষের দেহে মেলে করোনার উপস্থিতি। মৃত্যু হয় ৭৪৩ জনের।

এছাড়া, রাশিয়ায় একদিনে প্রাণ হারিয়েছে সাড়ে ৬শ’র বেশি মানুষ। ৫৮২ জনের মৃত্যু হয়েছে কলম্বিয়ায়। ইন্দোনেশিয়ায় প্রাণ গেছে সাড়ে ৫শ’র বেশি। মৃত্যুহার উল্লেখযোগ্য হারে কমেছে পশ্চিমা দেশগুলোতে। এদিন যুক্তরাষ্ট্রে ৩৮ আর যুক্তরাজ্য ১৫ জনের মৃত্যু হয়েছে।

বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ৪৫ লাখ ৪৭ হাজারের বেশি।

শেয়ার