Top

ইন্টারন্যাশনাল লিজিং তৃতীয় প্রান্তিকে লোকসানে

০৫ নভেম্বর, ২০২০ ১১:৪৩ অপরাহ্ণ
ইন্টারন্যাশনাল লিজিং তৃতীয় প্রান্তিকে লোকসানে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড জুলাই থেকে সেপ্টেম্বর, ২০২০ সালের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি লোকসানে রয়েছে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, জুলাই থেকে সেপ্টেম্বর-এ তিন মাসে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ০২ পয়সা।

জানুয়ারি থেকে সেপ্টেম্বর, ২০২০ নয় মাসে কোম্পানির শেয়ারপ্রতি লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১১ টাকা ৩৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছিল ১১ পয়সা।

পুঁজিবাজারে ২০০৭ সালে তালিকাভুক্ত হয় ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

 

শেয়ার