Top
সর্বশেষ

গ্রামীণফোন ব্লক মার্কেটে লেনদেনে শীর্ষে

০৫ নভেম্বর, ২০২০ ১১:৪৬ অপরাহ্ণ
গ্রামীণফোন ব্লক মার্কেটে লেনদেনে শীর্ষে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৫ নভেম্বর) ২৫ কোটি ৮৪ লাখ টাকার বেশি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে লেনদেনের শীর্ষে রয়েছে গ্রামীণফোন লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রামীণফোন লিমিটেডের শেয়ারের। কোম্পানিটির ২ লাখ ৪০ হাজার শেয়ার ৭ কোটি ৯২ লাখ টাকায় লেনদেন হয়েছে। এ মার্কেটে লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে যমুনা ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ৩০ লাখ শেয়ার ৫ কোটি ৩৭ লাখ টাকায় লেনদেন হয়েছে। এছাড়া ইস্টার্ন ইন্স্যুরেন্স লেনদেনের দিক দিয়ে ব্লক মার্কেটে তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৪ লাখ ১২ হাজার শেয়ার ৩ কোটি ৫৬ লাখ ৫৫ হাজার টাকায় লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য কোম্পানির মধ্যে সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১০ লাখ ৪০ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৫ লাখ ১০ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ২৬ লাখ ৭০ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৩২ লাখ ৭ হাজার টাকার, নিটল ইন্স্যুরেন্সের ৩৭ লাখ ২০ হাজার টাকার, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৯ লাখ ৭৫ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৩১ লাখ ৪৩ হাজার টাকার, মুন্নু সিরামিকের ২৮ লাখ ৪ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৫২ লাখ ২৩ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ২৩ লাখ ৩১ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ১৪ লাখ ২৮ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ১ কোটি ৩৭ লাখ ৭৫ হাজার টাকার, এসএস স্টিলের ১ কোটি ২ লাখ ৩০ হাজার টাকার, স্কয়ার ফার্মার ১ কোটি ১ লাখ ২০ হাজার টাকার, গোল্ডেন হার্ভেস্টের ৫ লাখ ৬৭ হাজার টাকার, ফু-ওয়াং ফুডের ১৩ লাখ ৯০ হাজার টাকার, হামিদ ফেব্রিক্সের ৬ লাখ ৩৭ হাজার টাকার, এস্কয়ার নিট কম্পোজিটের ৫ লাখ ৩৯ হাজার টাকার, ডেল্টা ব্রাক হাউজিংয়ের ৫০ লাখ ৮ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৫ লাখ ৫ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৩১ লাখ ২৮ হাজার টাকার, বিবিএস ক্যাবলসের ১৩ লাখ ৩৭ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ৫১ লাখ ৯৫ হাজার টাকার, অগ্নি সিস্টেমসের ৫ লাখ ৯৪ হাজার টাকার এবং সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৯৮ লাখ ১৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ার