Top

মুমিনুলের ফিফটি, বিপদ বাড়ালেন মুশফিক-সাকিব

০৭ জুলাই, ২০২১ ৫:১৯ অপরাহ্ণ
মুমিনুলের ফিফটি, বিপদ বাড়ালেন মুশফিক-সাকিব

৩২ রানে অপরাজিত থেকে মধ্যাহ্নভোজের বিরতিতে যান মুমিনুল হক। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় সেশনে আবার ব্যাটিংয়ে নামেন বাংলাদেশ দলের অধিনায়ক। তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। তবে মুমিনুল একপ্রান্ত আগলে রেখে খেললেও সুবিধা করতে পারেননি মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। মুশফিক ১১ ও সাকিব আউট হন ৩ রান করে।

ম্যাচের প্রথম সেশনে ৩ উকেট হারিয়ে স্কোর বোর্ডে ৭০ রান তুলতে পারে টাইগাররা। ২ রানের অবিচ্ছেদ্য পার্টনারশিপ নিয়ে দ্বিতীয় সেশনে শুরু করেন মুমিনুল ও মুশফিক। সেশনের চতুর্থ ও ইনিংসের ২৭তম ওভারে নিজের টেস্ট ক্যারিয়ারের ১৪তম ফিফটির কোটা পূরণ করেন মুমিনুল। পঞ্চাশ রান করতে ৯২ বল খরচ করেন তিনি।

চতুর্থ উইকেটে মুমিনুল-মুশফিকের পার্টনারশিপ বড় হতে দেননি ব্লেসিং মুজারাবানি। ১১ রানে থাকা মুশফিককে ফেরান লেগ বিফোরের ফাদে ফেলে। এতে ভাঙে ৩৮ রানের জুটি। পরের ওভারেই দলকে বিপদে ফেলে সাজঘরে ফেরেন সাকিব। একমার প্রস্তুতি ম্যাচে রান পেলেও মূল ম্যাচে আজ ভিক্টর নিয়াউচির করা অফ স্টাম্পের বেশ বাইরের বল খেলতে গিয়ে উইকেটের পিছনে ধরা পড়েন টাইগার অলরাউন্ডার। ফেরেন ৩ রান করে। এতে স্কোর বোর্ডে ১০৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে সফরকারীরা।

এই প্রতিবেদন লেখার সময় ৫ উইকেট হারানো বাংলাদেশ দলের সংগ্রহ ১১৩ রান। লিটন দাসকে সঙ্গে নিয়ে ৬০ রানে অপরাজিতে থেকে ব্যাট করছেন মুমিনুল।

শেয়ার