Top

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে না কোন দর্শক

০৮ জুলাই, ২০২১ ১২:৪০ অপরাহ্ণ
অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে না কোন দর্শক

করোনা আতঙ্কে টোকিও অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ দর্শক প্রবেশের অনুমতি থাকছে না। তবে নির্দিষ্ট কিছু ভিআইপি ও অলিম্পিক অফিসিয়াল উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন বলে জাপানীজ গণমাধ্যম সূত্র নিশ্চিত করেছে। যদিও অতিথিদের সংখ্যাটি একেবারেই কমিয়ে আনা হয়েছে।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) প্রতিনিধি, বিদেশী ডেলিগেট, পৃষ্ঠপোষক ও গেমস সংশ্লিষ্ট আরো কিছু ব্যক্তি আগামী ২৩ জুলাই টোকিওর ন্যাশনাল স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পাচ্ছেন। যদিও বর্তমান পরিস্থিতি বিবেচনায় সাধারণ কোন দর্শক স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না। টোকিওতে আবারো করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আয়োজকরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

গত মাসে আয়োজক সূত্র জানিয়েছিল ভেন্যুর ধারণক্ষমতা অর্ধেকে কমিয়ে অন্তত ১০ হাজার স্বাগতিক সমর্থককে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেয়া হবে। করোনার কারনে বিদেশী দর্শকদের নিষেধাজ্ঞার ব্যপারে আগেই সিদ্ধান্ত হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আয়োজকরা নতুন করে চিন্তা করতে বাধ্য হয়। গেমস সভাপতি সেইকো হাশিমোতো গত সপ্তাহে সতর্ক করে দিয়ে বলেছেন দর্শকবিহীন গেমস আয়োজনই এখন একমাত্র উপায়।

গণমাধ্যম সূত্র আরো জানিয়েছে আয়োজকরা বড় ভেন্যুগুলোতে দর্শকের উপস্থিতি নিষিদ্ধ করতে যাচ্ছেন।

শেয়ার