Top

জুন স্পিনার্সের লোকসান বেড়েছে

০৮ নভেম্বর, ২০২০ ৪:১৩ অপরাহ্ণ
জুন স্পিনার্সের লোকসান বেড়েছে

দিন দিন লোকসান বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জুট স্পিনার্স লিমিটেডের। কোম্পানির জুলাই থেকে সেপ্টেম্বর,২০২০ সালের প্রথম প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।

রোববার (৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গত জুলাই থেকে সেপ্টেম্বর প্রথম প্রান্তিকে তিন মাসে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১১.১৬ টাকা।আগের বছরের একই সময়ে লোকসানের পরিমাণ ছিল ১০.২৪ টাকা। আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানির লোকসান বেড়েছে ০.৯২ টাকা বা ৯ শতাংশ।

গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৬০.১৪ টাকা।

পুঁজিবাজারে জুন স্পিনার্স ১৯৮৪ সালে তালিকাভুক্ত হয়েছে। কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

শেয়ার