হারারে টেস্টে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপদে পড়ে যাওয়া বাংলাদেশকে টেনে তুলেছিল লিটন কুমার দাস ও মাহমুদউল্লাহ জুটি। তবে সেখান থেকে মাহমুদউল্লাহ-তাসকিন আহমেদ জুটি দলকে যেভাবে শক্ত একটা অবস্থানে নিয়ে গেলেন তাতে ‘ব্যাটিং বীরত্ব’ বলাই যায়। নবম উইকেটে ১৩৪ রান তুলে এখনো অবিচ্ছিন্ন দুজন।
অসাধারণ এই জুটি গড়ার পথে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়েছেন মাহমুদউল্লাহ। পেসার তাসকিন পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। ১৬ মাস পর টেস্ট দলে ডাক পাওয়া মাহমুদউল্লাহর জানান দেওয়ার দরকার ছিল। কী দুর্দান্তভাবেই না সেটা করলেন টি-টোয়েন্টি অধিনায়ক। দলের বিপদের মুখে লিটনকে নিয়ে দাঁড়িয়েছেন। বিপদ কাটিয়ে পেসার তাসকিনকে নিয়ে দলকে শক্ত অবস্থানে তুলে দেওয়ার পুরো কৃতিত্ব তার।
লাঞ্চ ব্রেকে যাওয়ার আগে বাংলাদেশের স্কোর ৮ উইকেটে ৪০৪ রান করে । ২১৫ বলে ১১টি চার ১টি ছক্কার সাহায্যে ১১২ রান করে অপরাজিত মাহমুদউল্লাহ। তার সঙ্গে ৮৯ বলে ৫২ রানে অপরাজিত তাসকিন।