Top
সর্বশেষ

কঠোর লকডাউনে বালিয়াকান্দিতে ১১ জনকে জরিমানা

০৮ জুলাই, ২০২১ ৬:১৯ অপরাহ্ণ
কঠোর লকডাউনে বালিয়াকান্দিতে ১১ জনকে জরিমানা

করোনা সংক্রমণ রোধ করতে সরকার কঠোর লকডাউনের মতো সিদ্ধান্ত নিলে গত ১ জুলাই থেকে শুরু হয় সারাদেশে কঠোর লকডাউন। ফলে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন, শুরু থেকেই অযথা বাইরে বেড় হলেই গুনতে হচ্ছে জরিমানা।

যার ফলে লকডাউনের ৮ম দিনে ও রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন বাজারে মোবাইল কোর্টে ১১জনকে ৩ হাজার ২শত টাকা জরিমানা করেছে । মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আম্বিয়া সুলতানা।

বৃহস্পতিবার ৮ জুলাই সকাল থেকেই উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন সড়ক, হাট-বাজার, মোড়ের দোকান, সড়কে চলাচলরত মোটর সাইকেল চেকিং করাসহ টহল জোড়দার করেন উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও বালিয়াকান্দি থানা পুলিশ। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হলেই জেরার মুখে পড়তে হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, উপজেলার বিভিন্ন বাজারে মোবাইল কোর্টে ১১জনকে ৩ হাজার ২শত টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।

শেয়ার