Top
সর্বশেষ

সিরাজগঞ্জে বন্যার পানির চাপে ৭ গ্রামের যোগাযোগ বিচ্ছিন

০৮ জুলাই, ২০২১ ৭:৫১ অপরাহ্ণ
সিরাজগঞ্জে বন্যার পানির চাপে ৭ গ্রামের যোগাযোগ বিচ্ছিন
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের যমুনা নদীর পানি এখন সামান্য কমলেও অনেক স্থানে ভাঙ্গন শুরু হয়েছে। শাহজাদপুরের রূপসী-ঘাটাবাড়ি আঞ্চলিক সড়কের ব্রীজ সংযোগ সড়ক ভেঙ্গে গেছে। বুধবার সকালে বন্যার পানির চাপে এ সড়কের প্রায় ১০ মিটার রাস্তা ভেঙ্গে যায়।

এতে ৬/৭ গ্রামের মানুষের সড়ক যোগাযোগে বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম দূর্ভোগের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানান যায়, যমুনা নদীর পানি গত ২৪ ঘন্টায় ১ সেঃ মিটার কমলেও দফায় দফায় প্রবল বর্ষণ হচ্ছে। এ কারণে যমুনা নদীর তীরবর্তী ৫ টি উপজেলার অনেক স্থানে ভাঙ্গনও দেখা দিয়েছে। শাহজাদপুর, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার ৩/৪টি স্থানে ভাঙ্গন শুরু হয়েছে। বিশেষ করে পাঁচঠাকুরী ও নাটোয়ারপাড়া ভাঙ্গন স্থানে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নিচ্ছে।

সকালে যমুনা নদীর ভাটি এলাকার শাহজাদপুরের ওই সড়কের প্রায় ১০ মিটার রাস্তা পানির চাপে ভেঙ্গে যায়। সেইসাথে ব্রীজটির পশ্চিম-দক্ষিণ কোণা ৩ সেন্টিমিটার দেবে গেছে। এছাড়া পশ্চিম-উত্তর কোণার গাইড ওয়াল ভেঙ্গে বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে ওই এলাকার রূপসী, ঘাটাবাড়ি, জালালপুর, পাকুরতলা ও কুঠিরপাড়া গ্রামসহ বিভিন্ন গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এসব গ্রামের ২০/২২টি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌলী (হেডকোয়ার্টার) নাসির উদ্দিন বলেন, যমুনা নদীর পানি গত ২৪ ঘন্টায় ১ সেঃ মিটার কমেছে। যমুনা নদীর ভাটি এলাকা শাহজাদপুরের ওই সড়ক বন্যার পানির চাপে ভেঙ্গে গেছে। এতে ওই এলাকার লোকজনের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে ওই সড়কটি পানি উন্নয়ন বোর্ডের আওতায় নয়। এদিকে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো: শামসুজ্জোহা বলেন, এ বিষয়টি সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে এবং ভাঙ্গণ রোধে দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার