Top
সর্বশেষ

মাগুরায় মোবাইল কোর্ট ৮ দিনে ১.৪২ লাখ টাকা ফাইন আদায়

০৯ জুলাই, ২০২১ ১১:২০ পূর্বাহ্ণ
মাগুরায় মোবাইল কোর্ট ৮ দিনে ১.৪২ লাখ টাকা ফাইন আদায়
মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলার ৪ উপজেলায় কঠোর লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের সমন্বয়ে সেনাবাহিনী, বিজিবি, ম্যাচিষ্ট্রেট, পুলিশ ও আনসার সদস্যরা কাজ করে যাচ্ছেন। এছাড়াও মাঠ রয়েছে মাগুরা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে ১৪ টি ভ্রাম্যমাণ আদালত।

লকডাউনে সরকারি বিধিনিষেধ এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘনকারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড ও জেল দেয়া হচ্ছে। চলমান লকডাউনের গত ৭দিনে সরকারের নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে জেলায় সর্বমোট ৩৯১ টি মামলায় ১ লাখ ৪২ হাজার৯০০টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেল ম্যাজিস্ট্রে ড,আশরাফুল আলম। তার নেতৃত্বে ১৪ জন ম্যাজিস্ট্রেট এ সব ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, লকডাউনে প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত স্বাস্থবিধি না মানা ও ভোক্তা অধিকার আইনে ৫৬ মামলায় ৪০৬ জনকে এই টাকা অর্থদন্ড দিয়েছে।

শেয়ার