ময়মনসিংহের ভালুকায় এনআরবিসি ব্যাংকের উপশাখার কার্যক্রম শুরু হয়েছে। এখানে সব ধরনের আধুনিক ব্যাংকিং সেবা মিলবে।
বুধবার (৩ জুন) রাশিয়া থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভালুকা উপশাখার কার্যক্রমের উদ্বোধন করেন এনআরবিসি ব্যাংকের পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত পরিচালক এ কে এম মোস্তাফিজুর রহমান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মুখতার হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এনআরবিসি ইসলামিক ব্যাংকিং উইন্ডো ‘আল আমিন’ এর প্রধান কাজী মো. তালহা ও উপব্যবস্থাপনা পরিচালক মো. রবিউল ইসলাম এবং সিএফও হারুনুর রশিদসহ ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এনআরবিসি ব্যাংকের উল্লেখযোগ্য সেবার মধ্যে রয়েছে—এনআরবিসি হোম লোন, রেমিট্যান্স সেবা, নগদ লেনদেন সুবিধা, ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি (গ্যাস, পানি ও বিদ্যুৎ) বিল গ্রহণ, বিআরটিএ ফি গ্রহণ, ভূমি রেজিস্ট্রেশন সংক্রান্ত ফি গ্রহণ, ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং সেবা। ব্যাংকিং সেবা এক সাথে পেতে রয়েছে মোবাইল অ্যাপস ‘এনআরবিসি প্লানেট’।