Top
সর্বশেষ

বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর সিরাজগঞ্জে ডাম্পিং পয়েন্টের উদ্বোধন

০৯ জুলাই, ২০২১ ৬:১৯ অপরাহ্ণ
বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর সিরাজগঞ্জে ডাম্পিং পয়েন্টের উদ্বোধন
সিরাজগঞ্জ প্রতিনিধি :

বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণ কাজের মালপত্র সরবরাহের সিরাজগঞ্জে ডাম্পিং পয়েন্টের উদ্বোধন করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান তাকদীর গ্রুপের চেয়ারম্যান ও আল-তাকদীর ইন্টারন্যাশনালের ম্যানেজিং পার্টনার আলমগীর হোসেন সদর উপজেলার চর রামগাঁতী উত্তরপাড়ায় এলাকায় শুক্রবার সকালে এ ডাম্পিং পয়েন্ট উদ্বোধন করেন।

এ সময় তাকদীর গ্রুপের প্রকল্প পরিচালক ও সিইও মো. শফিকুল ইসলাম, ব্যবস্থাপক মো. রাসেল মিয়া, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, সরবরাহকারী আব্দুল মোতালেব সরকারসহ সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। তাকদীর গ্রুপের ব্যবস্থাপক মো. রাসেল মিয়া জানান, জাপানের তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান ওবাইসি করপোরেশন, তোহা করপোরেশন ও জেফ করপোরেশন বঙ্গবন্ধু রেলওয়ে সেতু বাবাস্তয়নে কাজ করছে।

এর মধ্যে সেতুর বালু ও পাথর সরবরাহের জন্য ওবাইসি করপোরেশনের সঙ্গে বাংলাদেশি আল-তাকদীর ইন্টারন্যাশনাল চুক্তিবদ্ধ হয়েছে। আল-তাকদীর ইন্টারন্যাশনাল সারাদেশের ৫০/৬০টি সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে মালপত্র সরবরাহ করবে।

শেয়ার