Top

বিএসইসি তদন্ত করছে অ্যাসোসিয়েটেড অক্সিজেনে ইনসাইডার ট্রেডিংয়ের অভিযোগ

১০ নভেম্বর, ২০২০ ৯:৫৪ পূর্বাহ্ণ
বিএসইসি তদন্ত করছে অ্যাসোসিয়েটেড অক্সিজেনে ইনসাইডার ট্রেডিংয়ের অভিযোগ

সদ্য পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির অ্যাসোসিয়েটেড অক্সিজেনের শেয়ার স্বল্প সময়ে অস্বাভাবিক দর বৃদ্ধির পেছনে ইনসাইডার ট্রেডিংয়ের অভিযোগ উঠেছে। আর এ বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসি সহকারী পরিচালক নান্নু ভূঁইয়া স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, অস্বাভাবিক দর বৃদ্ধির বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি শেয়ার দর বৃদ্ধির পেছনে ইনসাইডার ট্রেডিং হয়েছে কিনা তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি। দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান কমিশনের পরিচালক শেখ মাহবুবুর রহমান। কমিটির অপর সদস্য হলেন সহকারী পরিচালক ওয়ারিসুল হাসান রিফাত। তদন্ত কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, কোম্পানিটি বাজারে তালিকাভুক্ত হওয়ার পর পর্যায়ক্রমে অস্বাভাবিকভাবে শেয়ার দর বৃদ্ধি পেতে থাকে। যা এক পর্যায়ে সর্বোচ্চ ৬০ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে। তালিকাভুক্তির পর কোম্পানির শেয়ার দর ধারাবাহিক বৃদ্ধিকে সন্দেহজনক মনে করছে কমিশন। এছাড়া কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের ভাই ও প্লেসমেন্টধারী শেয়ারহোল্ডারদের যোগসাজশে বাজারে অনেক শেয়ার কেনাবেচা করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। তাছাড়া কোম্পানির লভ্যাংশ ঘোষণার খবর বাইরে ছড়ানোর মাধ্যমে শেয়ার দর বৃদ্ধি করা হয়েছে। এতে ইনসাইডার ট্রেডিং হয়েছে বলে অভিযোগ রয়েছে। আর এসব বিষয় খতিয়ে দেখবে তদন্ত কমিটি।

পুঁজিবাজারে তালিকাভুক্তর পর গত ২৫ অক্টোবর অ্যাসোসিয়েটেড অক্সিজেনের লেনদেন শুরু হয়েছে। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে আসা অভিহিত মূল্য ১০ টাকার শেয়ার ১১ কার্যদিবসে বৃদ্ধি পেয়ে ৫০ টাকা ৭০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার দর ৫০০ শতাংশের ওপরে বৃদ্ধি পেয়েছে। তালিকাভুক্তির পর কোম্পানির পর্ষদ ২ শতাংশ নগদ এবং ৮ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

গত ১৬ জুলাই কোম্পানিটির আইপিও অনুমোদন দেয় বিএসইসি। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে বাজারে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করে ১৫ কোটি টাকা সংগ্রহ করেছে। বাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি মজুত ছাউনি, প্লান্ট সেড নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ ও আইপিও খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করেছিল বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস।

শেয়ার