Top
সর্বশেষ

ওয়ালটন ফ্রিজ কিনে ৫০০ শতাংশ ক্যাশ ভাউচার

১০ নভেম্বর, ২০২০ ১০:০৩ পূর্বাহ্ণ
ওয়ালটন ফ্রিজ কিনে ৫০০ শতাংশ ক্যাশ ভাউচার

ওয়ালটন পণ্য কিনে নানা আকর্ষণীয় সুবিধা পাচ্ছেন ক্রেতারা। এবার কিস্তিতে ওয়ালটন ফ্রিজ কিনে ৫০০ শতাংশ ক্যাশ ভাউচার পেয়েছেন ফরিদপুরের ব্যবসায়ী আদনান নীয়াজ। ওই ক্যাশ ভাউচার দিয়ে ওয়ালটন থেকে ১১টি মোবাইল ফোন, ৪টি ব্লেন্ডার এবং একটি করে ফ্রিজার, ওয়াটার হিটার ও রাইস কুকারসহ ২০টিরও বেশি পণ্য কিনেছেন তিনি।

ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৮ এর আওতায় একটি ফ্রিজ কিনে এর পাঁচ গুণ ফেরত পেয়ে মহাখুশি আদনান নীয়াজ।

উল্লেখ্য, অনলাইন অটোমেশনের আওতায় আরও দ্র্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। এর আওতায় ওয়ালটন ফ্রিজ, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন কিনে ক্রেতারা পেতে পারেন ৫০০ শতাংশ পর্যন্ত ক্যাশ ভাউচার। আছে ফ্রিজ, টেলিভিশন, এয়ার কন্ডিশনারসহ অসংখ্য পণ্য ফ্রি পাওয়ার সুযোগ। এছাড়াও আছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। অক্টোবরের ১ তারিখ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব সুবিধা থাকছে।

ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং বিক্রি করা পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাচ্ছেন গ্রাহক। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইনের আওতায় নানা সুবিধা দেওয়া হচ্ছে। ইতোমধ্যেই সারা দেশে ওয়ালটন পণ্য কিনে কোটি কোটি টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন অসংখ্য ক্রেতা।

পোশাক ও রেস্তোরাঁ ব্যবসায়ী আদনান ফরিদপুর সদরের পশ্চিম খাবাসপুরের বাসিন্দা। তিনি ১৯ অক্টোবর গোয়ালচামট ওয়ালটন প্লাজা থেকে ২৯ হাজার ৬৫০ টাকায় একটি ফ্রিজ কেনেন। কিস্তি সুবিধায় কেনা ওই ফ্রিজের জন্য তিনি মাত্র ১০ হাজার টাকা ডাউনপেমেন্ট দেন। এরপর ডিজিটাল রেজিস্ট্রেশন করলে তার মোবাইলে ৫০০ শতাংশ ক্যাশ ভাউচার পাওয়ার মেসেজ যায়।

আদনানের অনুপস্থিতিতে তার ভাই কাজী ইনরামুল হক ওই ক্যাশ ভাউচার গ্রহণ করেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর, ২০২০) গোয়ালচামট ওয়ালটন প্লাজায় আনুষ্ঠানিকভাবে তার হাতে ক্যাশ ভাউচার তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হক, ওয়ালটনের ফরিদপুর জোনের এরিয়া ম্যানেজার আবু নাসের প্রধান এবং প্লাজা ম্যানেজার শরিফুল ইসলাম।

ক্রেতা আদনান নীয়াজ বলেন, ‘ওয়ালটন আমাদের দেশের গর্ব। তাদের লক্ষ্য ক্রেতাদের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা। এজন্য তারা ডিজিটাল রেজিস্ট্রেশন চালু করেছে। যার ফলে বিক্রয়োত্তর সেবা পাওয়াটা আরো সহজ হয়েছে। এই কার্যক্রমের আওতায় আমি ফ্রিজের দামের ৫০০ শতাংশ অর্থাৎ ১ লাখ ৪৮ হাজার ২৫০ টাকার ক্যাশ ভাউচার পেলাম। ওয়ালটন বলেই ক্রেতাদের এমন অভিনব সুবিধা দিলো। আমার বিশ্বাস, সেদিন আর দূরে নেই, যেদিন বিশ্বের প্রতিটি ঘরে ওয়ালটন পণ্য ব্যবহৃত হবে।’

বর্তমানে বাজারে আছে ওয়ালটনের শতাধিক মডেলের ফ্রস্ট, নন-ফ্রস্ট ও ডিপ ফ্রিজ এবং বেভারেজ কুলার। দাম ১০ হাজার ৯৯০ থেকে ৮০ হাজার ৯০০ টাকা। ফ্রিজে এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার পাশাপাশি কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি দিচ্ছে ওয়ালটন।

শেয়ার