Top
সর্বশেষ

বাণিজ্য প্রতিদিন‘র আনুষ্ঠানিক যাত্রা শুরু

১২ জুলাই, ২০২১ ৫:০৫ অপরাহ্ণ
বাণিজ্য প্রতিদিন‘র আনুষ্ঠানিক যাত্রা শুরু
সম্পাদকীয় :

ব্যবসা-বাণিজ্য ভিত্তিক বিশেষায়িত বাংলা দৈনিক বাণিজ্য প্রতিদিন অনানুষ্ঠানিক যাত্রা শুরু করে গত বছর তথা ২০২০ সালের ১ নভেম্বর। এরপর ২৩৯ টি সংখ্যা প্রকাশিত হয়েছে। নোয়াবের ছুটি ব্যতিত একদিনের জন্যও বন্ধ হয়নি প্রকাশনা। এরআগে ২০২০ সালের ২২ অক্টেবর পত্রিকাটি সরকারের কাছ থেকে ডিক্লারেশন তথা অনুমোদন লাভ করে। একই সাথে পত্রিকাটির অনলাইন ভার্সনও যাত্রা শুরু করে।

প্রশ্ন হচ্ছে এতগুলো পত্রিকা থাকার পরও কেন আরেকটি বিশেষায়িত পত্রিকা দরকার। এর উত্তর হয়ত আমাদের সাফল্যের মাঝেই নিহিত। যাত্রা শুরুর পর এলেক্সার র‌্যাকিং অনুযায়ী বাণিজ্য ভিত্তিক যতগুলো বাংলা দৈনিক বের হয়, তার মধ্যে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাণিজ্য প্রতিদিন। প্রতিষ্ঠানের সিদ্ধান্ত অনুযায়ী এ সময়ের মধ্যে পত্রিকা কর্তৃপক্ষ ফেসবুক বুষ্টিং বা এলেক্সার জন্য কোনও অর্থ ব্যয় করেনি। একটি ছোট কিন্তু চৌকষ টিম নিয়ে মাত্র ৮ মাসে এই অবস্থানে চলে আসা নিশ্চয়ই আমাদের আসার প্রয়োজনীয়তা বুঝিয়েছে।

আমর একটা বিষয় গভীরভাবে লক্ষ্য করেছি দেশের অর্থনীতি বা পুঁজিবাজার যেখানেই বলি না কেন আসল চিত্র ফুটিয়ে তোলা হয় না অনেক মিডিয়ায়। কোনও কোনও মিডিয়া ‘নেগেটিভ খবরকে পত্রিকার জন্য পজেটিভ’ ধরে নিয়ে খবর পরিবেশন করে। এই জায়গায় আমাদের সম্পাদকীয় নীতিতে একাট আমূল পরিবর্তন এনেছি। আমরা পজেটিভ খবরকে বেশি গুরুত্ব দিচ্ছি। তাতে ভালোকাজ করার জন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে একধরনের প্রতিযোগিতার আভাষ পাচ্ছি। তারমানে এই নয় যে, অপরাধ, দুর্ণীতির খবর আমরা প্রকাশ করছি না বা প্রকাশ করব না। বরং বাণিজ্য প্রতিদিন এমন কিছু দুর্নীতির খবর প্রকাশ করেছে, যেগুলো প্রতিষ্ঠিত মিডিয়ায় অনেক পরে এসেছে।


কোনও কোনও মিডিয়া ‘নেগেটিভ খবরকে পত্রিকার জন্য পজেটিভ’ ধরে নিয়ে খবর পরিবেশন করে। এই জায়গায় আমাদের সম্পাদকীয় নীতিতে একাট আমূল পরিবর্তন এনেছি। আমরা পজেটিভ খবরকে বেশি গুরুত্ব দিচ্ছি। তাতে ভালোকাজ করার জন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে একধরনের প্রতিযোগিতার আভাষ পাচ্ছি।


এসবের সাথে আমরা টাইম ম্যানেজমেন্টকে বেশি গুরুত্ব দিচ্ছি। ফলে অনলাইন ভার্সনের প্রভাবে যখনকার খবর তখনই জানতে পারছে মানুষ। এসব নানান সমীকরণে বানিজ্য প্রতিদিন পাঠকমহলে একটা অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। আমাদের আরেকটি বিশেষত্ব হলো বাণিজ্যিক পত্রিকা নাম হলেও জাতীয়, আন্তর্জাতিক, জাতীয় এবং স্থানীয় তথা মফস্বলের সব সংবাদকে আমরা গুরুত্বের সাথে প্রকাশ করি। ফলে অনলাইন বা অফলাইন পাঠক আমাদের কাছে আসলে তথা আমাদের মিডিয়া গ্রহণ করলে তাঁকে আর অন্য কোনও মিডিয়ার দ্বারস্থ হতে হচ্ছে না।

আমাদের শক্তি আমাদের পাঠক এবং আমাদের একদল তরুণ কিন্তু দক্ষ সহকর্মী। তারা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করছেন। মূলত: তাদের পরিশ্রমের কারনেই পাঠকদের আমরা তরতাজা খবর পরিবেশন করতে পারছি।

আমরা যতই ভালোকাজ করি আমাদের মূল শক্তি আমাদের পাঠক। পাঠক গ্রহণ না করলে কোনও মিডিয়ার টিকে থাকার কোনও শক্তি নেই। অনেক বড় বাজেটের মিডিয়াকে আমরা হারিয়ে যেতে দেখেছি। মিডিয়াকে টিকে থাকার জন্য দরকার সততা। আমরা এই বিষয়ে অঙ্গিকারাবদ্ধ। সততার প্রশ্নে কখনো আপোষ করবে না বাণিজ্য প্রতিদিন।

আট মাস ১১ দিন পর আজ থেকে পত্রিকাটি আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করতে যাচ্ছে। করোনার কারনে কোনও হাকডাক নেই। আড়ম্বরপূর্ণ কোনও আয়োজন নেই। কিন্তু আমাদের হৃদয়ে পাঠকরা থাকবেন। ঠিক তেমনিভাবে পাঠকদের হৃদয়ে আমরা আমাদের স্থায়ী আসন নিতে চাই। আমাদের প্রত্যাশা আমাদের ভুলগুলো পাঠক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবেন। ভালোবেসে বলবেন এভাবে না, এভাবে পথ চলতে হয়। সেটাকে আমরা ভালোবাসার দান মনে করে আমাদের পাথেয় করে নিব। আজকের এই বিশেষ মুহুর্তে, আমাদের সকল পাঠক, বিজ্ঞাপন দাতা এবং শুভ্যানুদায়ী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।

করোনামুক্ত পৃথিবীতে আমাদের সম্মিলিত পথ চলা হোক সাফল্যের।

শেয়ার