Top

বৈশ্বিক পটভূমিতে অতিমারী: ড. মুহম্মদ মাহবুব আলী

১২ জুলাই, ২০২১ ৫:৩২ অপরাহ্ণ
বৈশ্বিক পটভূমিতে অতিমারী: ড. মুহম্মদ মাহবুব আলী
ড. মুহম্মদ মাহবুব আলী :

বরিস জনসন এক মন্তব্যে বলেছেন যে, ভাইরাসকে সঙ্গে নিয়েই বাঁচতে হবে। এদিকে থাইল্যান্ডে করোনা সংক্রান্ত টিকা বিষয়ক ফাইল উন্মুক্ত হয়ে গেছে। অতিমারী সমগ্র বিশ্বকে ঠেলে দিয়েছে এক অনিশ্চিত অর্থনীতির পথে। বৈশ্বিক এই অর্থনৈতিক সঙ্কটে লকডাউন-শাটডাউনই কেবল নয়, বরং ভ্যাকসিনের বড্ড প্রয়োজন। অথচ ভ্যাকসিন নিলেই যে বেঁচে যাবেন তার নিশ্চয়তা নেই। এক্ষেত্রে উদাহরণ হিসেবে ইন্দোনেশিয়ার কথা প্রযোজ্য। এমনিতেই মনটি বড্ড বেদনাহত। আমার এক প্রিয় ব্যক্তিত্ব গীতিকার ফজল-এ-খোদা সম্প্রতি মারা গেছেন। যখন চট্টগ্রাম থেকে ঢাকায় আসি, চাকরির আগে তৎকালীন রেডিও বাংলাদেশ, বর্তমানে বাংলাদেশ বেতারের এক্সটার্নাল সার্ভিসে বেশ কয়েক বছর অনুষ্ঠান করেছি। তার মনুষ্যত্ব এবং একাগ্রতা, সৃষ্টিশৈলিতা তার সঙ্গীতে ফুটে উঠেছে। ‘সালাম সালাম হাজার সালাম’ গানটি আমাদের প্রজন্মের অনেকের কাছেই প্রিয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন প্রতিবছর একুশের অনুষ্ঠানে এটি অন্যতম সঙ্গীত হিসেবে গীত হতো। মনে পড়ে, এক পড়ন্ত বিকেলে তৎকালীন রেডিও বাংলাদেশের বহির্বিবেশ্বর তার অফিস কক্ষে জিজ্ঞেস করেছিলাম, এ ধরনের অবিনশ্বর গান কিভাবে লিখলেন? স্মিত হাসলেন, পরে দীর্ঘশ্বাস ছেড়ে বলেছিলেন, হৃদয়ের গভীর থেকে গানের চিত্রকল্প গঠিত হয়ে থাকে, এক্ষেত্রে কৃত্রিমতার আবরণ থাকতে পারে না। বঙ্গবন্ধুর অস্বাভাবিক ও বেদনাদায়ক তিরোধানের পর তার রচিত সঙ্গীত ‘ভাবনা আমার আহত পাখির মতো’ আরেকটি প্রতিবাদী গান। যখন গানটি শুনি তখন নিজের ভেতরে গভীর বেদনা অনুভব করি। তার পুত্র সজীব ওনাসিসের সঙ্গে পরবর্তীতে আলাপ-পরিচয় হয়। অন্তত মাসে একবার দেখা হতো। কিন্তু তাদের বাসায় আর যাওয়া হয়ে ওঠেনি। করোনা যেভাবে এদেশের বুদ্ধিজীবী সমাজকে মৃত্যুর হিমশীতল দিকে ঠেলে দিচ্ছে সাধারণ মানুষসহ সবার জন্যই সেটি বড়ই বেদনার। সরকারপ্রধান অবিরামভাবে কাজ করে চলেছেন মানুষের মঙ্গলের জন্য। কিন্তু একটি অদৃশ্য ভাইরাস সমগ্র বিশ্বকে ঠেলে দিচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। আর্থিকভাবে ২/৩টি দেশ ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। গোপালগঞ্জে এসেন্সিয়াল ড্রাগসের তৃতীয় প্লান্টে টিকা উৎপাদনের ব্যবস্থা করার প্রয়াসের কথা ঘোষণা করা হয়েছে। এটি একটি ইতিবাচক দিক। সেরাম ইনস্টিটিউটের সিইও এ বছরের এপ্রিলে বলেছিলেন যে, তাদের ভাবনা-চিন্তায় ভারতের বাইরেও প্লান্ট স্থাপনের সম্ভাবনা পরীক্ষা করে দেখছেন। আমাদের দেশে যাতে সরকারী ব্যবস্থাপনায় পাবলিক ফরেন ইনভেস্টমেন্টের আওতায় সেরামের প্লান্ট স্থাপন করে সে ব্যাপারে উদ্যোগ নেয়া যেতে পারে। কেননা, বিদেশে যে মানের ওষুধ রফতানি আমাদের দেশ থেকে করা হয় একই মানের ওষুধ দেশের বাজারে বিক্রির জন্য ছাড়া হয় কিনা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সংস্থা পরীক্ষা করে জানাতে পারে। ইউনাইটেড নেশন্সের ডিপার্টমেন্ট অব ইকোনমিক এ্যান্ড সোশ্যাল এ্যাফেয়ার্সের গত বছরের এক সমীক্ষায় বলা হয়েছিল, অতিমারী বিশ্বব্যাপী আগামী দু’বছরের মধ্যে অর্থনৈতিক আউটপুট ৮.৫ ট্রিলিয়ন ডলার হ্রাস করতে পারে। কিন্তু যেভাবে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ বিভিন্ন দেশে ঘুরেফিরে আসছে তাতে এটি ন্যূনপক্ষে আগামী তিন বছরে ২১ ট্রিলিয়ন ডলারের মতো হ্রাস করতে পারে বলে এটি গবেষণা করতে গিয়ে বুঝতে পেরেছি। বর্তমানে চলমান এই বৈশ্বিক অতিমারী মোকাবেলায় সৎ অর্থনীতিবিদদের কাজে লাগানো দরকার। কেননা, অশান্ত বিশ্বে কোন কর্মপ্রক্রিয়াকে স্থির, সুসংহত রাখতে পারছে না। বরং পরিবর্তনশীলতার সঙ্গে ২/৩টি দেশ ছাড়া সমগ্র বিশ্বকেই আজ নানা সমস্যায় পড়তে হচ্ছে। মানুষের মধ্যে মানবিকতা অধিকাংশ ক্ষেত্রে হারিয়ে যাচ্ছে। ধান্ধাবাজিতে মানুষ আবদ্ধ হচ্ছে। আর যারা চেষ্টা করছেন প্রাণান্তর তারা কিন্তু জীবন ও জীবিকার মধ্যে মেলবন্ধন ঘটাতে সচেষ্ট রয়েছেন। বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। কিন্তু কিছু প্রশ্ন বড় বেমানান লাগে। হাসপাতাল, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র কিংবা কমিউনিটি ক্লিনিক অথবা স্যাটেলাইট ক্লিনিকে অনেক ক্ষেত্রেই ডাক্তার-নার্স পাওয়া যায় না বলে পত্রিকা ও গণমাধ্যমে অভিযোগ এসেছে। আসলে এমন তো হওয়ার কথা নয়। ‘কিছুসংখ্যকের জন্য অন্যদের কেন বদনাম হবে? আমাদের দেশে সরকার তো কম দিচ্ছে না। কিন্তু তারপরও কেন যেন বাস্তবায়নকারীরা কাজ করছে না। দেশে তো ধনাঢ্য ব্যক্তির অভাব নেই। তারাইবা কেন স্ব-স্ব স্থানে/জেলা/উপজেলার হাসপাতাল/স্বাস্থ্যকেন্দ্রে আইসিইউ বেড/ভেন্টিলেশন মেশিন স্থাপনে এগিয়ে আসেন না। আসলে অতিমারী প্রকৃতিদত্ত হলে মানবিক হতে শেখায়। কিন্তু কেউ মানবিক হতে চান না। বেসরকারী খাত যতক্ষণ না নিজের থেকে এগিয়ে আসবে ততক্ষণ তা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। জাতিসংঘের রিপোর্টে গত বছর আশঙ্কা করা হয়েছিল যে, অতিমারী সম্ভবত ২০২০ সালে প্রাক্কলিত ৩৪.৩ মিলিয়ন মানুষকে চরম দারিদ্র্যসীমার নিচে নিয়ে আসবে এবং আফ্রিকান দেশসমূহে ৫৬% বৃদ্ধি ঘটতে পারে। ২০৩০ সালের মধ্যে অতিরিক্ত ১৩০ মিলিয়ন মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বসবাসকারীদের মধ্যে যোগ হতে পারে এবং চরম দারিদ্র্য ও ক্ষুধা নিরসনের জন্য বিশ্বব্যাপী যে প্রচলিত প্রয়াস ছিল তা মুখ থুবড়ে পড়তে পারে। বস্তুত অতিমারী স্বল্প দক্ষ, স্বল্প বেতনের চাকরিগুলোকে ক্ষতিগ্রস্ত তুলনামূলকভাবে বেশি করেছে এবং উচ্চ দক্ষতাসম্পন্ন চাকরিসমূহকে কম প্রভাবিত করেছে। এর মাধ্যমে আয় বৈষম্য এবং সামাজিক সমস্যাসমূহকে প্রকটিত করেছে। করোনা বিশ্বের অন্য দেশের মতো এদেশেও আঘাত হেনেছে। যদিও জননেত্রী শেখ হাসিনা এখন পর্যন্ত চেষ্টা করে চলেছেন বিরূপ পরিবেশকে দক্ষতার সঙ্গে সামাল দেয়ার। এ কারণেই এদেশ কিছুটা হলেও তুলনামূলকভাবে ভাল অবস্থানে রয়েছে। অতিমারী এমন এক পরিবেশ-পরিস্থিতির সৃষ্টি করেছে, যাতে নিউ নর্মাল পরিবেশেও ডিজিটালাইজেশন এবং অটোমেশন ব্যবস্থা ত্বরান্বিত হচ্ছে ও মানবিক ক্ষেত্রে ধকলের সৃষ্টি হচ্ছে। আন্তঃনির্ভরশীলতা, বাণিজ্য ও বিশ্বায়নের মৌলিকতা পুনর্নির্মাণ সবকিছু মিলে একটি সুগঠিত পদ্ধতিতে উৎসাহের সঞ্চার করতে পারে। এভাবে যদি চলতে থাকে তাহলে ডিজিটাল অর্থনীতিতে অনলাইন কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে অর্থনৈতিক ক্রিয়াকলাপসমূহকে দ্রæত পরিবর্তনশীলতার আওতায় এনে কর্মসংস্থান সঙ্কুুচিত হবে। মজুরি এবং কর্মসংস্থানের ক্ষেত্রে নেতিবাচক প্রভাবসমূহ বিশ্বব্যাপী করোনার কারণে আরও সঙ্কুুচিত হয়ে আয় বৈষম্যকে ক্রমশ বৃদ্ধি করতে পারে। অনেক উন্নয়নশীল দেশে রাজস্ব আয় কমে যাবে এবং জাতীয় বাজেটে ঘাটতি বৃদ্ধি পাবে। নানা ধরনের রাজস্ব কার্যক্রম পরিচালনায় সম্পদ সংগ্রহে সমস্যার সৃষ্টি হবে। বস্তুত রফতানিলব্ধ আয় কমে যেতে পারে এবং পর্যটন শিল্পের ও রেমিটেন্সের ক্ষেত্রেও হ্রাস পেতে পারে। আসলে অতিমারীর সময় স্থানীয় পর্যায়ের অর্থনীতিকে শক্তিশালী করার আবশ্যক আশার কথা। ২০২০-২১ অর্থবছরের প্রথম দশ মাসে রফতানি আয় হয়েছে ৩২.০৭ বিলিয়ন ডলার। তবে রাজস্ব সঙ্কট চললে যে বিশাল চ্যালেঞ্জ বিভিন্ন উন্নয়নশীল দেশে বিদ্যমান তা কাটিয়ে ওঠার জন্য প্রয়োজনীয় উদ্দীপনা ব্যবস্থা বাস্তবায়নের সক্ষমতাকে আরও সীমাবদ্ধ করতে পারে। এ ভাইরাস আজ সুস্থ-স্বাভাবিক পরিবেশকে বিনষ্ট করছে।

প্রবাসী বাংলাদেশী অর্থনীতিবিদ প্রফেসর ড. আনিসুল এম ইসলাম সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রবন্ধে মন্তব্য করেছেন যে, মানুষের স্বাস্থ্য এবং জীবনের প্রভাব বর্তমানে বিপর্যয়কর অবস্থায় পতিত হয়েছে এবং এর বিরূপ প্রভাব ক্রমশ অর্থনীতিকে দুর্বল করছে। কেননা, অনেক দেশে লকডাউন, সামাজিক দূরত্ব, গতিশীলতা এবং অন্যান্য বিধিনিষেধের ব্যবস্থা করেছে, যা উৎপাদন, বিতরণ গ্রাহক, সরবরাহ শৃঙ্খল, পর্যটন, বাণিজ্য, বিনিয়োগ ইত্যাদিতে নানা ধরনের বাধার সঞ্চার করেছে। প্রফেসর ইসলাম যথার্থই মন্তব্য করেছেন যে, জননীতি নীতিমালার জন্য প্রধান প্রভাব হলো যতক্ষণ না ভাইরাস নিয়ন্ত্রণে থাকে এবং জীবন ও জীবিকা যাতে ব্যাহত না হয়, ততক্ষণ তাদের বিভিন্ন ধরনের প্রণোদনা দেয়া বন্ধ করা ঠিক নয়। এক্ষণে দেশে লকডাউন চলছে। যারা ক্ষুধার্ত তাদের কাছে সরাসরি খাদ্য পৌঁছে দেয়ার ব্যবস্থা রয়েছে। সেটি অবশ্যই অতি নিম্ন আয়ের ব্যক্তিবর্গ এবং তার পরিবার-পরিজনের জন্য একটি পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করা বাঞ্ছনীয় হয়ে পড়েছে। কেননা, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়/পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি (সুকান্ত ভট্টাচার্য, ১৯৪৭)। বাস্তবিকই দরিদ্র, অতি দরিদ্র মানুষদের আয়-রোজগার, সঞ্চয় কিছুই নেই। তাদের মুখের হাসি আজ কেড়ে নিয়েছে অদৃশ্য ভাইরাস। সংক্রমণের হারও বর্তমানে উর্ধমুখী। এ হারটি যখন কমবে হয়ত আবার যে অন্ধকারবৃত্ত তৈরি করেছে তা কাটিয়ে উঠতে খুব সময় বাঙালীর লাগবে না। আমাদের আছেন জননেত্রী শেখ হাসিনার মতো একজন দক্ষ শাসক, যিনি মানবদরদী, মানবজননী। তবে অবাক হই, অন্যান্য রাজনৈতিক দল কেন জনগণের পাশে দাঁড়াচ্ছে না? মনে করি তৃণমূল থেকে রাজধানী পর্যন্ত সর্বত্র ডেল্টা ভাইরাসের কারণে যে সমস্যা সৃষ্টি হচ্ছে তা বিদূরিত করতে একটি সামষ্টিক অথচ গঠনমূলক কর্মসূচী থাকা বাঞ্ছনীয় হয়ে পড়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশে গৃহহীনদের জন্য মুজিববর্ষে ও স্বাধীনতার পঞ্চাশ বছর উপলক্ষে গৃহনির্মাণ করে দেয়া হচ্ছে। যা প্রশংসনীয়।

বর্তমানে দেশে মোট ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। এগুলোর মধ্যে আবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটি, চট্টগ্রাম মেডিক্যাল ইউনিভার্সিটি, রাজশাহী মেডিক্যাল ইউনিভার্সিটি রয়েছে। অথচ এতগুলো বিশ্ববিদ্যালয় থাকা সত্তে¡ও টিকা উদ্ভাবনের জন্য স্থানীয় পর্যায়ে যারা বিশেষজ্ঞ আছেন তাদের তেমন কর্মতৎপরতা চোখে পড়েনি। বরং আর দশটা পেশার মতোই এই ক্রান্তিকালে তারা দায়সারা গোছের কর্মকাণ্ড পরিচালনা করছেন। অথচ আমাদের দেশে বিশ্বমানের বিজ্ঞানী রয়েছেন। তারা তো কিউবা বা ইরানের মতো দেশেই টিকা উদ্ভাবনের প্রয়াস নিতে পারতেন। আমাদের দেশে অবশ্য একটি সমস্যা আছে। কেউ কাজ করতে চাইলে স্বভাবজাতভাবে কিছু লোক আছেন জোর করে তাদের নিচে টেনে নামাতে সচেষ্ট থাকেন।

এটি অন্যায়। কিন্তু তাই বলে যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা ছিল সেগুলোর ওপর নির্ভর করে দেশের প্রতিষ্ঠিত ফার্মাসিউটিক্যালসগুলোও অতিমারী প্রতিরোধে টিকা উৎপাদনের জন্য বিনিয়োগ করতে পারে। আসলে দেশে বিনিয়োগ করা হলে তা জনমানুষের স্বার্থে যাবে। এদিকে বঙ্গভ্যাক্স বিভিন্ন টিভি চ্যানেলে এবং গণমাধ্যমে তাদের শিম্পাঞ্জী এবং বানরের ওপর দ্বিতীয় পর্যায়ে গবেষণার জন্য দেড় কোটি টাকা লাগবে বলেছে অথচ পত্রিকান্তরে দেখলাম তারা বৈধ কাগজপত্র নিয়ে টিকার জন্য বিদেশের পরিবর্তে দেশীয় বানর ধরতে গিয়েছিল। তা হলে প্রশ্ন থাকে, কেন তারা এ ধরনের বানর আমদানিতে দশ লাখ টাকা লাগবে বলে টকশোতে বলেছিলেন? যদি দেশীয়ভাবে সংগ্রহ করা হয় তবে তো অর্থ লাগার কথা নয়।

আসলে কথা ও কাজের মধ্যে মিল থাকতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানাচ্ছি ২.৫ মিলিয়ন ভ্যাকসিন অনুদান হিসেবে দেয়ার জন্য। আশা করব আরও অনুদান মার্কিন যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য দেবে, যাতে ১৮+ সবাইকে দ্রæত ভ্যাকসিন দেয়া যায়।

লেখক : ম্যাক্রো ও ফিন্যান্সিয়াল ইকোনমিস্ট। 

শেয়ার