Top
সর্বশেষ

টাঙ্গাইলে ১৩ দিনে ১০৩ জনের মৃত্যু

১৩ জুলাই, ২০২১ ১২:৪৬ অপরাহ্ণ
টাঙ্গাইলে ১৩ দিনে ১০৩ জনের মৃত্যু
টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলে চলতি জুলাই মাসের ১৩ দিনে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১০৩ জনের মৃত্যু হয়েছে। একই সময় ২ হাজার ৯৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জন ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ২৭২ জনের।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৭৯১ জনের নমুনা পরীক্ষা করে ২৭২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৪ দশমিক ৩৮ শতাংশ। জেলায় মোট শনাক্তের সংখ্যা ১০ হাজার ৭০৬ জন। মোট মৃত্যুর সংখ্যা ১৬৭ জন। চলতি জুলাই মাসের ১৩ দিনে ২ হাজার ৯৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ১৩ দিনে করোনায় শনাক্ত হয়ে ৫২ জন, উপসর্গ নিয়ে ৫১ জনসহ মোট ১০৩ জনের মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম সজিব জানান, হাসপাতালে এখন করোনায় শনাক্ত হয়ে ৯০ জন ও উপসর্গ নিয়ে ৪৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, গত বছরের (৮ এপ্রিল) জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। জেলায় গত বছরের এপ্রিল মাসে ২৪ জন, মে মাসে ১৪১ জন, জুন মাসে ৪৪৭ জন, জুলাই মাসে ১০২৬ জন, আগস্ট মাসে ৯৬৪, সেপ্টেম্বর মাসে ৫২৯, অক্টোবর মাসে ১৫২, নভেম্বর মাসে ২০৫, ডিসেম্বরে ২১৮, চলতি বছরের জানুয়ারিতে ১৩৪, ফেব্রুয়ারি ও মার্চ পর্যন্ত ২৭১ জন, এপ্রিল পর্যন্ত ৫৭৬ জন, মে পর্যন্ত ৩২৯ জন, জুন পর্যন্ত ২৭৪১ জন, এখন (১৩ জুলাই) পর্যন্ত ২৯৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মাস ভিত্তিক আবারও করোনায় আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

শেয়ার