Top
সর্বশেষ

কারাভোগ শেষে দেশে ফিরল তিন ভারতীয় নাগরিক

১৩ জুলাই, ২০২১ ৫:২০ অপরাহ্ণ
কারাভোগ শেষে দেশে ফিরল তিন ভারতীয় নাগরিক
দিনাজপুর প্রতিনিধি :

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে দিনাজপুর জেলা কারাগারে কারাভোগের পর দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে ভারতে ফিরে গেলেন বাকপ্রতিবন্ধী কিশোরসহ ৩ জন ভারতীয় নাগরিক। মঙ্গলবার(১৩ জুলাই) দুপুরে হিলি ইমিগ্রেশন কর্মকর্তা সেকেন্দার আলী ভারতের হিলি ইমিগ্রেশন কর্মকর্তা নিকট ওই তিন জন ভারতীয় নাগরিকে হস্তান্তর করেন।

ফেরত পাঠানো নাগরিকরা হলেন- ভারত হিলির ধরন্দা গ্রামের বিনত দেব নাথের ছেলে মানিক দেব নাথ (৩০) ১ বছর কারাভোগ ও ১ হাজার টাকা অনাদায়ে এক মাস জেলভোগ করেন। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার চতরাগাছ গ্রামের মৃত নাসির উদ্দীনের ছেলে তাজো মুহাম্মদক (৪০) তিনমাস ১১৫ দিন ও উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার চতরাগাছ গ্রামের বরদুল মুহাম্মদের ছেলে বাকপ্রতিবন্ধী কিশোর অকিল মুহাম্মদ তিনমাস ১০ দিন কারাভোগ করেন।

দিনাজপুর জেলা কারাগার সূত্রে জানা যায়, মানিক দেব নাথ দিনাজপুর কারাগারে গত এক বছর যাবত কারা ভোগ করছিল। অকিল মুহাম্দদ কিশোর সংশোধনাগারে তিনমাস ১০ দিন ও তাজো মুহাম্দদকে পঞ্চগড় জেলা কারাগারে তিনমাস ১০ দিন কারাভোগ করেন। তাজো মুহাম্দদকে পঞ্চগড় কারাগার থেকে দিনাজপুরে নিয়ে আসা হয় ফেরত পাঠানোর সুবিদ্ধার্থে।

হিলি ইমিগ্রেশন ওসি সেকেন্দার আলী জানান, তিন জন ভারতীয় নাগরিকে দিনাজপুর জেলা কারাগারের বিভিন্ন মেয়াদে কারাভোগের পর আজ ভারতে ফেরত পাঠানো হয়েছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে তারা বিভিন্ন সময় বিজিবির হাতে আটক হয়েছিল। হাইকমিশনের মাধ্যমে আজ তাদের ভারতে ফেরত পাঠানো হয়।

দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরিদুর রহমান রুবেল জানান, ওই তিন ভারতীয় নাগরিক অবৈধ অনুপ্রেবেশের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করছিল। তাদের সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দুই দেশের হাইকমিশনের মাধ্যমে যোগাযোগ করা হয়। মন্ত্রালয়রে মাধ্যামে তাদেরকে হিলি চেকপোষ্ট দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

শেয়ার