Top
সর্বশেষ

দুই মাস বন্ধের পর চট্টগ্রামে শুরু হয়েছে দ্বিতীয় ধাপে গণ-টিকাদান

১৪ জুলাই, ২০২১ ১১:৩০ পূর্বাহ্ণ
দুই মাস বন্ধের পর চট্টগ্রামে শুরু হয়েছে দ্বিতীয় ধাপে গণ-টিকাদান
চট্টগ্রাম প্রতিনিধি :

প্রায় দীর্ঘ দুই মাস বন্ধের পর চট্টগ্রামে শুরু হয়েছে দ্বিতীয় ধাপে গণ-টিকাদান কর্মযজ্ঞ। কার্যক্রমের প্রথমদিনেই ২২ টিকা কেন্দ্র থেকে ৭ হাজার ৫২৩ জন প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন। এরমধ্যে নগরীর ১০টি কেন্দ্রে ৬ হাজার ৫৪ জন মডার্নার আর উপজেলার ১২ কেন্দ্র থেকে সিনোফার্মের টিকা গ্রহণ করেছেন ১ হাজার ৪৬৫ জন। মঙ্গলবার (১৩ জুলাই) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, উপজেলাগুলোতে সিনোফার্মের টিকা দেয়া হয়েছে। এ দিন ১২ উপজেলায় টিকা দেয়া হয়েছে। তবে রাউজান ও পটিয়া কেন্দ্র প্রস্তুতি গ্রহণ করতে পারেনি বলে এ দিন শুরু করেনি। তারাও বুধবার থেকে টিকা প্রয়োগ শুরু করবেন।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলাগুলোর মধ্যে লোহাগাড়ায় ৭১ জন, রাঙ্গুনিয়ায় ৫৬ জন, ফটিকছড়িতে ৩৯৬ জন, বাঁশখালীতে ৪৭ জন, আনোয়ারায় ১১০ জন, সীতাকুণ্ডে ২৪৪ জন, সাতকানিয়ায় ৭১ জন, মিরসরাইয়ে ২১৭ জন, চন্দনাইশে ১০১ জন, হাটহাজারীতে ৭২ জন, সন্দ্বীপে ২০ জনকে চীনের সিনোফার্মের টিকা দেয়া হয়।

এদিকে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী জানান, প্রথম দিনে চসিকের আওতাধীন ১০ কেন্দ্রে টিকা দেয়া হয়েছে। তবে পুলিশ লাইন হাসপাতালে কার্যক্রম হয়নি এ দিন। এসব কেন্দ্রে মডার্নার টিকা প্রয়োগ করা হয়েছে।

এরমধ্যে নগরীর প্রধান কেন্দ্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজার ২৭৯ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১ হাজার ৫০ জন, চসিক জেনারেল হাসপাতালে ৭৫৯ জন, মোস্তফা হাকিম মাতৃসদনে ৯২৮ জন, বন্দরটিলায় ৪০৮ জন, ছাফা মোতালেবে হাসপাতালে ৫শ জন, নৌ বাহিনী হাসপাতালে ৫শ জন, বিমান বাহিনী হাসপাতালে ১১০ জন, সিএমএইচ-এ ৩২০ জনকে মডার্নার টিকা দেয়া হয়।

শেয়ার