Top

ফিরতি টিকিটের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী

১৫ জুলাই, ২০২১ ৫:৪৯ অপরাহ্ণ
ফিরতি টিকিটের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :

ফিরতি টিকিটের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ঈদ ২১ তারিখে আর ২২ তারিখের পর থেকে তো আবার লকডাউন শুরু হবে। তাহলে ফিরকি টিকিট আমরা কীভাবে দিব?’

বৃহস্পতিবার বাণিজ্য প্রতিদিনের সঙ্গে মুঠোফনে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, যারা এখন গ্রামে ফিরছে তারা যেন কোভিডকে সঙ্গে নিয়ে শহরে ফিরতে না পারে আমরা সেটাই চাইবো।

চলতি বছরের কোরবানির ঈদকে সামনে রেখে আজ বৃহস্পতিবার থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। ট্রেনে বাড়ি যেতে টিকিটের জন্য অধীর আগ্রহে থাকেন যাত্রীরা। এবার কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে না, শুধু অনলাইনে পাওয়া যাচ্ছে। গতকাল বুধবার (১৪ জুলাই) সকাল থেকে অনলাইনে টিকিট ছাড়ে। কিন্তু সকাল থেকে বারবার চেষ্টা করেও যাত্রীরা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারেন নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী এক গ্রাহক বাণিজ্য প্রতিদিনকে বলেন, টিকেট পাওয়ার জন্য আজ সকাল ৮টা থেকে চেষ্টা করেছি। বারবার ওয়েবসাইট ও মোবাইল অ্যাপসে প্রবেশ করতে পারেনি। আধাঘণ্টা পরে যখন ঢুকতে পারলাম তখন কোনো টিকিট আর বাকি নেই।’

এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ঈদে বাড়ি যাওয়া উপলক্ষে একসঙ্গে ৪০ থেকে ৫০ লাখ মানুষ টিকিট কাটার চেষ্টা করে, সেখানে টিকিট না পাওয়ার ভোগান্তি তো থাকবেই। কারণ ট্রেনের আসন সংখ্যা সীমিত।

এ দিকে ট্রেনের টিকিটের কালোবাজারি নিয়ে অভিযোগ করেছেন অনেকে। তবে মন্ত্রী এই অভিয়যোগ অস্মীকার করে বলেন, ‘এটা অসম্ভব। যারা টিকিট পায়নি কেবল তারাই এই কালোবাজারির অভিযোগ করতে পারে।’

শেয়ার