Top

শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবেনা বাংলাদেশ

১৮ জুলাই, ২০২১ ৩:১৭ অপরাহ্ণ
শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবেনা বাংলাদেশ
দিনাজপুর প্রতিনিধি :

শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবেনা বাংলাদেশ বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এমপি। রবিবার (১৮জুলাই) দিনজপুরের বিরল উপজেলার ৫০ শয্যা সাস্থ্য কমপ্লেক্স সেন্টাল অক্সিজেন লাইনের উদ্বোধন অনুষ্ঠেনের প্রধান অথিতির বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

বিরল উপজেলার ৫০ শয্যা সাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকতা ডাঃ মোহাম্মদ আব্দুল মোকাদেসের সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুছ, বিরল উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা সুলতানা, বিরল পৌরসভার মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিকসহ প্রমূখ।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী বলেন, পূর্বে যারা রাজনৈতি করেছেন তারা দেশের মানুষের জন্য কিছু করেনি । বাংলা ভাইয়ের মত সন্ত্রাসী তৈরি করেছেন। অপশক্তিরা মনে করেছিল করোনার মাধ্যমে সরকারের পতন হবে। করোনার প্রথম থেকে এখন পর্যন্ত প্রত্যক্ষভাবে করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেক হাসিনা । প্রথমে দিকে যখন উন্নত দেশগুলো টিকা পাচ্ছিল না, সেই সময়ই মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য টিকা এনেছেন। পরে ভারোতে ভয়াবহ আকারে ছড়িয়ে গেলে টিকা আসতে কিছুটা বিলম্ব হয়েছে। সরকার বসে থাকেনি। চীন থেকে টিকা নিয়ে এসেছে দেশের মানুষের জন্য। যারা বাংলাদেশকে লুট করছে তারাই আজ দেশের সমালোচনা করছে।বাংলাদেশের টাকা বিভিন্ন দেশে পাচার করে। সেই টাকা দিয়ে দেশের বিরুদ্ধাচরণ করছে। সরযন্ত্রকারিদের মুখ সবার কাছে তুলে ধরতে হবে। তাদের সাথে কনো সম্পর্ক রাখা যাবেনা। করোনা মোকাবিলা করে দেশ আজ বিশ্বের কাছে রোল মোডেল হয়ে দ্বারিয়েছে।

তিনি বলেন, ‘গত ১২ বছরে প্রধানমন্ত্রী ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দেশকে গড়ে তোলার কাজ করেছেন। এদেশের মানুষ এখন না খায় মরে না। সাহসী, সৎ, দক্ষ, কুটনৈতিক, জনপ্রিয় রাজনীতিকের নাম শেখ হাসিনা।’ তিনি যদি বাংলাদেশের দ্বায়িত্বে থাকেন বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা মনে করি শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবেনা বাংলাদেশ।

বিরল উপজেলার ৫০ শয্যা সাস্থ্য কমপ্লেক্স সেন্টাল অক্সিজেন লাইনের উদ্বোধন শেষে তিনি উপজেলা অডিটোরিয়ামে আরেক অনুষ্ঠানে উপজেলা পরিষদের সীমানা প্রাচীর ও মেইন গেইট উদ্বোধন, নির্বাহী অফিসারে নির্রাপত্তা পহরীদের বাসভবনের ভিত্তিস্থাপন, উপজেলায় ৫টি বিদ্যালয় ভবন উদ্বোধন, দূযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রালয়ের মাধ্যমে শিশুখাদ্য ১৮৩ জনকে, ঢেউটিন উপহার ৩০ জনকে, কৃষি মন্ত্রালয়ের মাধ্যমে বণ্যায় ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে রোপা আমন ধানের বীজ ৪০০ জন্য কৃষকের মাঝে ৫ কেজি করে বিতরণ করা হয়।

শেয়ার