যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ করোনা আক্রান্ত হওয়ার জেরে এবার দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের এ রোগে ফের আক্রান্তের শঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র দেশটির সংবাদমাধ্যম স্কাই নিউজকে এ তথ্য জানিয়েছেন।
শনিবার এক টুইটে সাজিদ জাভিদ জানিয়েছেন- তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। টুইটবার্তায় যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুক্রবার রাতে কিছুটা অসুস্থ বোধ করায় শনিবার সকালে র্যাপিড টেস্ট করান তিনি এবং টেস্টে পজিটিভ হিসেবে শনাক্ত হন।
শনিবারের সেই টুইটে তিনি আরও জানিয়েছেন, করোনা টিকার দুই ডোজই তিনি সম্পূর্ণ করেছেন এবং তার উপসর্গও মৃদু।
এদিকে, ব্রিটেনের প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে স্কাই নিউজকে জানিয়েছেন, শুক্রবার ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেছিলেন সাজিদ জাভিদ।
ওই কর্মকর্তা বলেন, ‘প্রধানমন্ত্রী ইতোমধ্যে পিসিআর টেস্ট করাতে দিয়েছেন। টেস্টের ফলাফল আসার পর বোঝা যাবে তিনি ঝুঁকিমুক্ত কিনা।’
‘ফলাফল আসার আগ পর্যন্ত তিনি আইসোলেশনে যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। তবে, ফলাফল আসার আগ পর্যন্ত খুব জরুরি সরকারি কাজ ছাড়া অন্য কোনো কাজে তিনি অংশ নেবেন না বলেও জানিয়েছেন।’
ওই কর্মকর্তা আরও বলেন, ‘ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীসহ কর্মরত অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে হলে অবশ্যই র্যাপিড টেস্ট করাতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইতোমধ্যে এ সংক্রান্ত একটি ইউনিট স্থাপন করা হয়েছে।’
গত বছর ২০২০ সালে মার্চের শেষের দিকে করোনায় আক্রান্ত হয়েছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রায় এক মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে ওঠেন তিনি। চিকিৎসকরা জানিয়েছিলেন, আক্রান্ত হওয়ার পর গুরুতর অসুস্থ হয়েছিলেন বরিস জনসন।
সূত্র : স্কাই নিউজ