জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়ে ২৮তম ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ নিলো বাংলাদেশ। দেশের বাইরে এটি বাংলাদেশের ষষ্ঠ সিরিজ জয়। দেশের মাটিতে জিতেছে ২২টি সিরিজ। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজ খেলেছে ১৮টি। আগের ১৭টি সিরিজে বাংলাদেশ জিতেছে ১১টি, হেরেছে ছয়টিতে। এবার টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ।
২০০৫ সালে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। ঘরের মাঠে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ ৩-২ ব্যবধানে জিতে নেয়। এরপর সাফল্যের খাতায় একে একে নতুন সিরিজ যুক্ত হয়।
দেশের বাইরে প্রথম সিরিজ জিতে নেয় ২০০৬ সালে। কেনিয়াকে তাদের মাটিতে ৩-০ ব্যবধানে হারায় টাইগাররা। বাংলাদেশ সবশেষ ওয়ানডে সিরিজ জেতে ২০২১ সালের মেতে। ঘরের মাঠে শ্রীলঙ্কাকে ২-১ ব্যবধানে হারায় তামিমের দল।
বিদেশে সবশেষ সিরিজ জেতে ২০১৮ সালে। ওই বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জেতে মাশরাফির দল। এছাড়া জিম্বাবুয়ের মাটিতে এটি বাংলাদেশের তৃতীয় সিরিজ জয়। এর আগে ২০০৯ ও ২০১১ সালেও সিরিজ জিতেছিল বাংলাদেশ।