Top
সর্বশেষ

বেক্সিমকো ফার্মার ব্লক মার্কেটে ২৭০ কোটি টাকার লেনদেন

১৬ নভেম্বর, ২০২০ ৯:৩৩ পূর্বাহ্ণ
বেক্সিমকো ফার্মার ব্লক মার্কেটে ২৭০ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে রোববার (১৫ নভেম্বর) ৩০৭ কোটি ৯৯ লাখ ৯২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বড় লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। যার পরিমাণ ২৭০ কোটি টাকার বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে বেক্সিমকো ফার্মার ২ কোটি শেয়ার ২৭০ কোটি ৯০ লাখ টাকায় লেনদেন হয়েছে। যা ব্লক মার্কেটে লেনদেনের ৮৮ শতাংশ এবং ডিএসইর মোট লেনদেনের ২২ দশমিক ৬১ শতাংশ। ডিএসই মোট লেনদেন হয়েছে ১ হাজার ১৯৭ কোটি ৭২ লাখ টাকা।

এদিকে ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেড। কোম্পানিটির ৬ কোটি ৯২ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। এ মার্কেটে ৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় অবস্থানে রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে – রূপালী ইন্স্যুরেন্সের ৮৮ লাখ ৪০ হাজার টাকার, প্রাইম ইন্স্যুরেন্সের ৫ লাখ ২৮ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৩৯ লাখ ৬০ হাজার টাকার, নিটল ইন্স্যুরেন্সের ৩৮ লাখ ৭৬ হাজার টাকার, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৮ লাখ ৮৭ হাজার টাকার, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৩৯ লাখ ৪১ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৪ কোটি ১০ লাখ টাকার, প্রিমিয়ার ব্যাংকের ২৩ লাখ টাকার, ন্যাশনাল ব্যাংকের ৩৫ লাখ ৫০ হাজার টাকার, এক্সিম ব্যাংকের ২৩ লাখ ৪০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ২ কোটি ৬৪ লাখ ১৫ হাজার টাকার, পেনিনসুলার ২ কোটি ৯৫ লাখ ৯০ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৩৩ লাখ ৮২ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ৩ কোটি ৬৭ লাখ ৩২ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৯৭ লাখ ১৯ হাজার টাকার, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৬৬ লাখ টাকার, খুলনা পাওয়ারের ১ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকার, ফারইস্ট নিটিংয়ের ১১ লাখ ৬৬ হাজার টাকার, ডেল্টা ব্রাক হাউজিংয়ের ১ কোটি ৭ লাখ ৫৫ হাজার টাকার, এডিএন টেলিকমের ৭ লাখ ২৫ হাজার টাকার, রেনাটার ১ কোটি ৭১ লাখ ৯৯ হাজার টাকার, কাশেম ইন্ডাস্ট্রিজের ২৩ লাখ ৬২ হাজার টাকার, এসকে ট্রিমসের ২০ লাখ ৬৯ হাজার টাকার, সিমটেক্সের ১৩ লাখ ৫২ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ৫ লাখ ৭৪ হাজার টাকার, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ১৩ লাখ টাকার এবং গ্রামীণ ওয়ান: স্কিম টু’র ৫ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ার