Top
সর্বশেষ

অলিম্পিকের প্রথম বিশ্বরেকর্ড অস্ট্রেলিয়ার নারীদের

২৫ জুলাই, ২০২১ ৩:৪১ অপরাহ্ণ
অলিম্পিকের প্রথম বিশ্বরেকর্ড অস্ট্রেলিয়ার নারীদের

চলতি টোকিও অলিম্পিক প্রথম বিশ্বরেকর্ডের দেখা পেল। অস্ট্রেলিয়ার নারী সাঁতারু দল নিজেদের আধিপত্য ধরে রেখেছেই স্বর্ণপদক তো জিতেছেই, ভেঙে দিয়েছে বিশ্বরেকর্ডও। ৪X১০০ মিটার ফ্রি-স্টাইল রিলেতে রেকর্ডটি গড়েছে দেশটি।

রোববার সকালে টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে অনুষ্ঠিত এই ইভেন্ট শেষ করতে অস্ট্রেলিয়ার চার সাঁতারু কেইট ক্যাম্পবেল, এমা ম্যাককিওন, মেগ হ্যারিস ও ব্রন্টি ক্যাম্পবেল সময় নিয়েছেন মোটে ৩ মিনিট ২৯.৬৯ সেকেন্ড। তাতেই ভাঙা হয়ে যায় তাদের নিজেদের গড়া আগের বিশ্বরেকর্ডটি।

এর আগের রেকর্ডটি ছিল ৩ মিনিট ৩০.০৫ সেকেন্ডের। ইভেন্টে রৌপ্য পদকটি পেয়েছে কানাডা। আর ব্রোঞ্জ জিতেছে যুক্তরাষ্ট্র।

লন্ডন ও রিও অলিম্পিকসে স্বর্ণ জেতা অস্ট্রেলিয়া দলের সাঁতারু কেইট ক্যাম্পবেল বিশ্বরেকর্ডের পর বলছিলেন, ‘অনেক সাধনার পর মিলেছে এই সাফল্য। বছরের পর বছর আমাদের পরিশ্রম করতে হয়েছে। একে অপরকে সমর্থন করতে হয়েছে আমাদের। প্রতিবছর আমরা অন্তত এক সপ্তাহের জন্য হলেও একসঙ্গে হয়ে অনুশীলন করেছি। কোভিডের সময়ও চলেছে অনুশীলন।’

শেয়ার