Top
সর্বশেষ

মাগুরার শালিখা উপজেলায় কারেন্ট জাল জব্দ

২৮ জুলাই, ২০২১ ৩:৪৭ অপরাহ্ণ
মাগুরার শালিখা উপজেলায় কারেন্ট জাল জব্দ
মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলার শালিখায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযানে আজ বুধবার দুপুরে শালিখা ইউনিয়নের দক্ষিণ শরুশুনা দোসাঁত্রা বিল থেকে ১০ টি চায়না দোয়ারী ও দুইটি কারেন্ট জাল (৪০০ মিটার) জব্দ করেছে।

এ সময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী বুনাগাতি ইউনিয়নের দেশমুখ পাড়া গ্রামের বাবুল মিয়া(৫০) নামে এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মো: বাতেন এ অভিযান পরিচালনা করেন। পরে জব্দকৃত অবৈধ জাল ও চাইনা দোয়ারি উপজেলা পরিষদ চত্বরে এনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার,উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাসুদুর রহমান,উপজেলা ক্ষেত্র সহকারী দেবাশীষ বিশ্বাস ও আনসার সদস্য বৃন্দ প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মো:বাতেন বলেন, পুষ্টি চাহিদা নিশ্চিত,দেশি মাছের উৎপাদন বৃদ্ধি ও শালিখা উপজেলা মৎস্যদস্যু মুক্ত করতে এ অভিযান যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার