Top
সর্বশেষ

নোয়াখালীতে ৭ জনের মৃত্যু, বাড়ছে সংক্রমণ

২৯ জুলাই, ২০২১ ২:২২ অপরাহ্ণ
নোয়াখালীতে ৭ জনের মৃত্যু, বাড়ছে সংক্রমণ
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে কোভিড ডেডিকেটেড হাসপাতালে ৫, হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ ও মাইজদীর মুন হাসপাতালে ১জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে মধ্যে ৪জন পুরুষ ও ৩জন নারী রোগি রয়েছে। এদিকে গত ২৪ঘন্টায় জেলায় আরও নতুন করে আরও ২২৮জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তের হার শতকরা ৩১ দশমিক ৪৪ভাগ। লকডাউন কার্যকর করতে ষষ্ঠ দিনেও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮২জনকে ২লাখ ৩০হাজার ৭’শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে করোনায় শনাক্ত ও মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার ও কোভিড হাসপাতালের ইনচার্জ ডা. নিরুপম দাশ।

চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন ডা. তামজিদ হোসেন জানান, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে বাসিন্দা সইফুল বেগমের (৬৫) শরীরে গত ২৫জুলাই করোনা শনাক্ত হয়। পরবর্তীতে মাইজদীর মুন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ২টা ৪৫মিনিটে মারা যান তিনি। উপজেলায় করোনায়া মোট ২০জনের মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন ডা. মাহতাব উদ্দিন আহমেদ বলেন, গত ২৭জুন উপজেলার চরঈশ^র ইউনিয়নের জাহাঙ্গীর (৭০) নামের এক ব্যক্তির করোনা পজিটিভ আসে। পরবর্তীতে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। বুধবার রাত ১১টার দিকে মারা যান তিনি।

ডা. নিরুপম দাশ বলেন, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ৫জন করোনা রোগির মৃত্যু হয়েছে। এদিন ৯জন নারীসহ নতুন করে ১৫জন রোগি হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০০জন রোগি। এদের মধ্যে ৩৫জনের অবস্থা আশংকাজনক, তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আর সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ২৪জন রোগি।

জেলা সিভিল সার্জনের তথ্যমতে, জেলার তিনটি পিসিআর ল্যাবে গত ২৪ঘন্টায় ৭২৫টি নমুনা পরীক্ষা করে ৪৯৭জনের নেগেটিভ ও ২২৮জনের রিপোর্ট পজিটিভ এসেছে। জেলা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫হাজার ৩৩১জন। যার মধ্যে সুস্থ্য হয়েছেন ৯হাজার ৩৪৭জন রোগি। নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি জেলার সদর উপজেলায় ৫৯, কোম্পানীগঞ্জে ৪৭, সেনবাগে ৪৬, চাটখিলে ১৮, কবিরহাট ও সোনাইমুড়ীতে ১৫জন করে রোগি রয়েছেন।

ঢিলেঢালা লকডাউনে বাড়ছে সংক্রমণ

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশ ব্যাপী ১৪দিনের কঠোর লকডাউন সপ্তম দিন জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে গত কয়েকদিনের তুলনায় লকডাউন অনেকটা ঢিলেঢালা হয়ে পড়েছে। প্রশাসনের তৎপরতা থাকলেও স্বাস্থ্য বিধি মানছেনা মানুষ। গ্রামের বাজারগুলোতে সব দোকান-পাট খোলা রয়েছে, মানুষের উপস্থিতি বেড়েছ কয়েকগুণ। সড়কে বেড়েছে অটোরিকশা, সিএনজি, ব্যাক্তিগত গাড়ী ও মোটরসাইকেলসহ ছোট যানবাহনের চাপ। বেশির ভাগ মানুষ মাস্ক ব্যবহার করছেনা, মানছে না স্বাস্থ্য বিধিও। যার ফলে জেলায় প্রতিদিনই বাড়ছে করোনা রোগির সংখ্যা। পরীক্ষা অনুপাতে গড়ে প্রতিদিন সংক্রমণের হার শতকরা ৩০ ভাগের ওপরে।

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, লকডাউন সফল করতে জেলার বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের ২২টি দল। বুধবার সকাল থেকে রাত পর্যন্ত সরকারি বিধি নিষেধ অমান্য করায় ১৮২জনকে ১৭৪টি মামলায় ২লাখ ৩০হাজার ৭’শত টাকা জরিমানা করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণস্থানে পুলিশের চেক পোস্ট বসানো হয়েছে। টহলে রয়েছে সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবি। লোকজনকে স্বাস্থ্য সচেতন করার পাশাপাশি মাস্ক বিতরণ করা হচ্ছে। বিভিন্নস্থানে করা হচ্ছে সচেতনতা মূলক মাইকিং। সংক্রমণ রোধে ও মানুষকে স্বাস্থ্য সচেতন করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

শেয়ার