Top

দিয়া তার সর্বোচ্চটাই দিয়েছে

২৯ জুলাই, ২০২১ ২:৫৩ অপরাহ্ণ
দিয়া তার সর্বোচ্চটাই দিয়েছে

রোমান সানা আগেই বিদায় নিয়েছিলেন। তার মতো দিয়া সিদ্দিকীও এক পয়েন্টর জন্য অলিম্পিক থেকে বিদায় নেন। রোমান শেষ সেটে শেষ তীরে এক পয়েন্টর জন্য হারেন। দিয়া সিদ্দিকীর ম্যাচটি গড়িয়েছে শুট অফ পর্যন্ত। নির্ধারিত পাচ সেট শেষ হয় ৫-৫ এ। শুট অফে বেলারুশ আরচ্যার কারিনা জিওমিনস্কায়া ১০ স্কোর করেন আর দিয়া নয় করলে বিদায়ের ঘন্টা বেজে যায়।

এলিমিনেশন রাউন্ড থেকে বিদায় নিয়ে খানিকটা হতাশ ছিলেন দিয়া। টোকিও থেকে জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক জানান, ‘কিছুক্ষণের জন্য তার মন খারাপ ছিল। পরক্ষণে বুঝেছে সে তার কাজ অসাধারণভাবে সম্পন্ন করেছে। আমিও তাকে বুঝিয়েছি যে সে দুর্দান্ত ফাইট করেছে। শুধু আমি নই সবাই তার প্রশংসা করছে ফলে হতাশ হওয়ার কিছু নেই।’

দিয়ার আজকের দিনের পারফরম্যান্স সম্পর্কে কোচের বিশ্লেষণ, ‘সে সবটুকুই করেছে, যতটুকু সে পারে। অসাধারণ এক ম্যাচ।’ নির্ধারিত সেটে দিয়া সমান সমান লড়লেও শুট অফের এক শটই ছিটকে দিল দিয়াকে। শুট অফের তির ছোঁড়া নিয়ে বলেন, ‘৮ ও ৯ ভালো স্কোর। দিয়া ৯ করেছে। আর সে ১০ করেছে। এক শটে যে কোনো কিছুই হতে পারে।’

রোমান শেষ ১৬-তে উঠতে ব্যর্থ হয়েছেন আর দিয়া এলিমিনেশন পর্ব থেকে বাদ পড়েছেন। অলিম্পিক থেকে বাংলাদেশের বিদায় হলেও প্রাপ্তি দেখছেন অনেকে। কোচ ফ্রেডরিক বলেন, ‘রোমান ও দিয়া দুজনেই ভালো করেছে। আরো অনুশীলন ও সুযোগ পেলে তারা উভয়ই আরো ভালো করবে। বাংলাদেশে তাদের উত্তরসূরীও রয়েছে।’

শেয়ার