আরো চার বছর রিয়াল মাদ্রিদে থাকছেন দানি কারভাহাল। করেছেন চুক্তি নবায়নও। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৫ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুর দলটিতে থাকবেন স্প্যানিশ এই ডিফেন্ডার। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে লা লিগার দলটি।
চোটের কারণে ২০২০-২১ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মাদ্রিদের দলটির হয়ে ১৫ ম্যাচ খেলার সুযোগ পেয়ছিলেন কারভাহাল। লা লিগায় রানার্সআপ হওয়া দলটি চ্যাম্পিয়ন্স লিগের শেষ চার থেকে বিদায় নিয়েছিল, চেলসির বিপক্ষে হেরে।
চোটের কারণে স্পেনের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও অংশ নিতে পারেননি ২৯ বছর বয়সী এই ফুটবলার। সেমি-ফাইনালে ইতালির বিপক্ষে হেরে বিদায় নেয় তার দেশ।
২০১৩ সাল থেকে রিয়ালে খেলা কারভাহাল দলটির হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগাসহ জিতেছেন ১৬টি মেজর ট্রফি।
২০২১-২২ মৌসুম সামনে রেখে মিডফিল্ডার লুকা মদ্রিচ, উইঙ্গার লুকাস ভাসকুয়েজ ও ডিফেন্ডার নাচো ফার্নান্দেসের পর চতুর্থ ফুটবলার হিসেবে রিয়ালে চুক্তির মেয়াদ বাড়ালেন কারভাহাল।
দ্বিতীয় মেয়াদে কোচ হয়ে ফেরা কার্লো আনচেলত্তির হাত ধরে আগামী ১৪ অগাস্ট লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে রিয়াল, স্বাগতিক আলাভেসের বিপক্ষে খেলবে তারা।