Top

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে আহত ৪১

৩১ জুলাই, ২০২১ ১২:১৪ অপরাহ্ণ
পেরুতে শক্তিশালী ভূমিকম্পে আহত ৪১

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১। এতে কমপক্ষে ৪১ জন আহত হয়েছেন বলে আঞ্চলিক স্বাস্থ্য বিভাগের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

শুক্রবার (৩০ জুলাই) স্থানীয় সময় ১২টা ১০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুল্লানা শহর থেকে ৩৬ কিলোমিটার দূরে। ভূমিকম্পে বেশ কয়েকটি সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘরবাড়ি-গির্জারও ক্ষয়ক্ষতি হয়েছে

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে সুল্লানা শহরে অন্তত ৩৫ জন আহত হয়েছেন, তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে স্থানীয় রেডিও আরপিপি জানিয়েছে, পিউরার আঞ্চলিক রাজধানীতে ভূমিকম্পের আঘাতে আরও ছয় জন আহত হয়েছেন। তাদের বেশিরভাগের বয়স ২০ বছর। তারা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছেন পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিল্লো।

সূত্র: এএনআই

শেয়ার