Top
সর্বশেষ

খাদ্য সংগ্রহ ও মজুদ পরিস্থিতি ভালো: খাদ্যমন্ত্রী

০১ আগস্ট, ২০২১ ২:৪৫ অপরাহ্ণ
খাদ্য সংগ্রহ ও মজুদ পরিস্থিতি ভালো: খাদ্যমন্ত্রী

অতীতের যেকোনো সময়ের থেকে বর্তমানে খাদ্য সংগ্রহ ও মজুদ পরিস্থিতি খুবই ভালো বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রোববার (১ আগস্ট) সকালে নওগাঁর নিয়ামতপুর খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, এ মৌসুমে কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দামে ৬ লাখ মেট্রিকটন ধান কেনা হচ্ছে। যা এযাবতকালের মধ্যে সর্বোচ্চ দাম ও পরিমাণ। সবচেয়ে বড় বিষয় কৃষকরা এবার স্বতঃস্ফূর্তভাবে সরকারি গুদামে ধান দিচ্ছেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ হবে বলেও আশা করেন তিনি।

খাদ্যমন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে বিদেশ থেকে ৯ লাখ মেট্রিকটন চাল ও গম আমদানি করা হয়েছে। আরও ৫ লাখ মেট্রিকটন আমদানির অপেক্ষায় আছে। সে হিসেবে আগস্ট মাস শেষে সরকারি গুদামে মোট মজুদের পরিমাণ দাঁড়াবে ২৩ দশমিক ৬৯ মেট্রিকটন।

পরিদর্শনের সময় খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার