Top

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ভাস্কর্য স্থাপিত

০২ আগস্ট, ২০২১ ৩:৫৬ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ভাস্কর্য স্থাপিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ভাস্কর্য ও স্মৃতিফলক স্থাপন করা হয়েছে। সার্কিট হাউজের সামনে নবনির্মিত রাস্তাকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক নামকরণ করে এর প্রবেশ পথে এই ভাস্কর্য ও স্মৃতিফলক স্থাপন করা হয়।

সোমবার (২ আগস্ট) সকালে এর ফলক উম্মোচন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর। এ সময় জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) দেবেন্দ্রনাথ উরাও, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জাকিউল ইসলাম, পৌর মেয়র নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ১৪ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ শহরকে পাক হানাদার মুক্ত করতে গিয়ে শহরের উপকন্ঠ রেহাইচরে মহানন্দা নদীর তীরে শহীদ হন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। তাঁর শেষ ইচ্ছনুসারে তাঁকে সোনামসজিদ প্রঙ্গনে সমাহিত করা হয়।

শেয়ার