Top

করোনাকালে প্রয়োজন ফুসফুসের সুস্থতা

০৮ জুন, ২০২০ ৮:২৪ পূর্বাহ্ণ
করোনাকালে প্রয়োজন ফুসফুসের সুস্থতা

করোনা ভাইরাসে আক্রান্ত হলে ফুসফুস সংক্রমণ হলে বড় ধরনের বিপদের আশংকা প্রকাশ করছেন চিকিৎসকরা। করোনা হবে বা হবে না এই অপেক্ষা না করে সবারই ফুসফুসের কার্যকারিতা বাড়াতে মেনে চলতে হবে সাধারণ কিছু নিয়ম। আসুন জেনে নেই সহজেই এই মহামারী থেকে বাঁচতে কীভাবে ফুসফুসের কার্যকারিতা বাড়িয়ে নিতে পারি। জেনে নিন বিস্তারিত:

•    নিশ্বাসের ব্যায়াম করলে উপকার পাওয়া যায়

•    চিকিৎসকের পরামর্শ নিয়ে ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়ার ভ্যাকসিন নিতে হবে

•    বাাইরে যেতে মাস্ক ব্যবহার করুন

•    নিয়মিত হাঁটাহাটি ও হালকা ব্যায়াম করুন

•    ধোঁয়া, ধুলো যথাসম্ভব এড়িয়ে চলুন

•    ধূমপান ছাড়তে হবে আর অন্য কেউ ধূমপান করার সময়ও কাছে থাকা যাবে না

•    মশার ওষুধ স্প্রে করার পর সেই ধোঁয়া থেকে দূরে থাকুন

•    ফুসফুসে সমস্যা দেখা দিলে ওজন কমতে থাকে। কাজেই প্রোটিনসমৃদ্ধ সুষম খাবার খান৷ সঙ্গে খান ভিটামিন এ সমৃদ্ধ খাবার— যেমন, টাটকা শাক ও ফল।

দীর্ঘদিন শ্বাসকষ্ট হলে অবহেলা না করে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরমর্শ নিন।

শেয়ার