Top
সর্বশেষ

বুড়িগঙ্গা তীরবর্তী এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

২৩ নভেম্বর, ২০২০ ৩:৫২ অপরাহ্ণ
বুড়িগঙ্গা তীরবর্তী এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

সোমবার বেলা ১১টা থেকে এ অভিযান শুরু হয়। দ্বিতীয় দিনের মতো চলা এ অভিযানে দুপুর আড়াইটা পর্যন্ত আরও শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বিকাল ৫টা পর্যন্ত এ অভিযান চলবে। আজকের অভিযানে বাবুবাজার ব্রিজসংলগ্ন এলাকা থেকে সোয়ারীঘাট পর্যন্ত নদীর জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে।

এ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল। ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক (বন্দর) গুলজার আলী, সহকারী পরিচালক রেজাউল করিমসহ সংস্থাটির অন্য কর্মকর্তারা উপস্থিত আছেন।

স্থানীয়রা জানান, আজ মিটফোর্ড হাসপাতালের পাশের বালুঘাট থেকে পশ্চিম দিকে প্রায় শতাধিক স্থাপনা ভেঙে ফেলা হয়েছে।

শেয়ার