করোনারভাইরাস আর বন্যার দোহায় দিয়ে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম গত কয়েকমাস ধরেই চড়া। তবে শীতের সবজি বাজারে আসায় দাম কিছুটা কমলেও আলু ও চালের দাম এখনো লাগামহীন। ফলে অস্বস্তি কাটছে না মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর একাধিক কাঁচাবাজার ঘুরে দেখা যায়, আলু এখনো ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সবচেয়ে মোটা চাল বিক্রি হচ্ছে ৪৬-৪৮ টাকা কেজি। আটাশ চালের দাম ৫০ টাকার ওপরে।
বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, শিম, পটোল, করলা, কাঁচা টমেটো, বেগুন, মুলা বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজিতে। মাঝারি আকারের বাঁধাকপি ও ফুলকপি পাওয়া যাচ্ছে ২৫ থেকে ৩০ টাকা পিস। লালশাক প্রতি আঁটি ৫ টাকা, ধনেপাতা ৫০ টাকা কেজি, পুঁইশাক ২০ টাকা প্রতি আঁটি বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে এসব সবজির দাম দুই থেকে তিন গুণ বেশি ছিল।
কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজিতে। পেঁপে ও মিষ্টিকুমড়া পাওয়া যাচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি। তবে পেঁয়াজ এখনো ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।