Top
সর্বশেষ

সবচেয়ে কম দামে ভ্যাকসিন আনছে সরকার: সালমান এফ রহমান

২৩ নভেম্বর, ২০২০ ৪:২৭ অপরাহ্ণ
সবচেয়ে কম দামে ভ্যাকসিন আনছে সরকার: সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, করোনা মোকাবিলায় ভ্যাকসিনের কোনো বিকল্প নেই।অ তাই সবচেয়ে কম দামে সেই ভ্যাকসিন আনছে সরকার। প্রতি ডোজ পেতে খরচ হবে মাত্র পাঁচ ডলার।

তিনি বলেন, ভারতের সিরাম ইন্সটিটিউটের সঙ্গে ইতিমধ্যে চুক্তি হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ‌”করোনাকালীন বেসরকারি খাতের বিনিয়োগ” শীর্ষক এক ভার্চুয়াল সভায় এ তিনি একথা বলেন। ভার্চুয়াল বৈঠকটি আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

সালমান এফ রহমান বলেন, ভারতের সিরাম ইন্সটিটিউট অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত ভ্যাকসিন উৎপাদন করছে। প্রক্রিয়া শেষ হলে তারা ভারত ও বাংলাদেশ সরকারকে সরবরাহ করবে। ফলে এই ভ্যাকসিন বাজারে আসা মাত্রই দেশের মানুষ তা পেয়ে যাবে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও আবদুল আউয়াল মিন্টু, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শামস মাহমুদ, ফিনান্সিয়াল এক্সপ্রেসের যুগ্ম সম্পাদক শামসুল হক জাহিদ।

সভাপতিত্ব করেন ডিআরইউর সভাপতি রফিকুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী।

শেয়ার