Top

সিলেটে আবারো করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

০৪ আগস্ট, ২০২১ ৭:৫৩ অপরাহ্ণ
সিলেটে আবারো করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
সিলেট প্রতিনিধি :

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। যা ২৪ ঘণ্টায় এ পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে করোনায় একদিনে এত মৃত্যু দেখেনি সিলেট। এ নিয়ে বিভাগটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪৮ জনে।

এর আগে গত ৩০ জুলাই ও ২৮ জুলাই একদিনে বিভাগে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু দেখেছিল সিলেট।

নতুন মৃতদের মধ্যে তাদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জনসহ সিলেট জেলাতেই মারা গেছেন ১৬ জন। এছাড়া সুনামগঞ্জে ৩ জন ও হবিগঞ্জে ১ জন মারা গেছেন।

এদিকে, সর্বশেষ ২৪ ঘন্টায় বিভাগে ৭১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ১ হাজার ৯১০ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৩৭.৪৩ ভাগ।

এ নিয়ে সিলেটে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৩০ জনে। এর মাঝে সর্বোচ্চ ২৬ হাজার ৬৭৫ জন আক্রান্ত হয়েছেন সিলেট জেলায়। সুনামগঞ্জে ৫ হাজার ২ জন, মৌলভীবাজারে ৫ হাজার ৯৩৯ জন ও হবিগঞ্জে ৫ হাজার ১১৪ জন আক্রান্ত হয়েছেন।

শেয়ার