Top

নোয়াখালীতে আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ২৩৬

০৫ আগস্ট, ২০২১ ১২:২৪ অপরাহ্ণ
নোয়াখালীতে আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ২৩৬
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীতে বেড়েই চলছে করোনা সংক্রমন ও মৃত্যু। গত ২৪ঘন্টায় জেলায় মারা গেছেন আরও ৫জন করোনা রোগি, আর আক্রান্ত হয়েছেন ২৩৬জন। নতুন আক্রান্তের হার শতকরা ৩৩ দশমিক ০৯ ভাগ। জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬হাজার ৮০৪জন।

বৃহস্পতিবার সকালে তথ্যগুলো নিশ্চিত করেছেন, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি জানান, মঙ্গলবার রাত ৮টা থেকে বুধবার রাত ৮টা পর্যন্ত জেলার সোনাইমুড়ীতে ১, সুবর্নচরে ১, বেগমগঞ্জে ১ ও সদর উপজেলায় ২জন রোগির মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৬জনে। যার মধ্যে সর্বোচ্চ মৃত্যু বেগমগঞ্জে ৬১জন। নতুন করে সদরে ৬০, কোম্পানীগঞ্জে ৯২, কবিরহাটে ৩০, সুবর্ণচর ও চাটখিলে ১৩জনসহ মোট আক্রান্ত হয়েছেন ২৩৬জন। পরীক্ষা বিবেচনায় নতুন আক্রান্তের হার শতকরা ৩৩ দশমিক ০৯ ভাগ।

আইসোলেশনে আছেন ৬হাজার ১৬জন। শহীদ ভুলু স্টেডিয়ামে ভর্তি আছেন ৯১জন রোগি। জেলায় মোট সুস্থ্য হয়েছেন ১০হাজার ৫৯২জন।

শেয়ার