Top
সর্বশেষ

রিং শাইন তৃতীয় দফায় কারখানা বন্ধের মেয়াদ বাড়াল

২৪ নভেম্বর, ২০২০ ১২:৩১ অপরাহ্ণ
রিং শাইন তৃতীয় দফায় কারখানা বন্ধের মেয়াদ বাড়াল

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিং শাইন টেক্সটাইলের পরিচালনা পর্ষদ কারখানা বন্ধের সময় বাড়িয়েছে। কোম্পানিটি তৃতীয় দফায় আগামীকাল ২৫ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর পরযন্ত কারখানা বন্ধের মেয়াদ বাড়িয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটির কারখানা দ্বিতীয় দফায় গত ২৬ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পরযন্ত বন্ধ ছিল। আর প্রথম দফায় রিং শাইন গত ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পরযন্ত এক মাস কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল।

জানা গেছে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি কোভিড-১৯ এর কারণে কোম্পানিটির বিদেশি ক্রেতা কমে গেছে এবং দেশের ইপিজেড থেকে আমদানিকরা কাঁচামালের ঘাটতি হয়েছে। একারণে কোম্পানিটি কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

শেয়ার