Top

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু

০৫ আগস্ট, ২০২১ ৬:৪৮ অপরাহ্ণ
মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরনের সংখ্যা দাঁড়ালো ১০৭ জনে।

নতুন মৃত ১৯ জনের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন ০৮ জন এবং করোনা উপসর্গ ছিল ১১ জনের। একই সময়ে ৪২৫টি নমুনা পরীক্ষা করে ১২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় জেলায় শনাক্তের হার ২৯ দশমিক ১৮ শতাংশ।

বৃহস্পতিবার দুপু‌রে সিভিল সার্জন কার্যালয় এবং কোভিড ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ উভয়েই এ তথ্য নিশ্চিত করেছেন।

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কাজী এ কে এম রাসেল জানান, ‘গেলো ২৪ ঘণ্টায় আমাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৬ জন রোগী। এদের মধ্যে কভিডে আক্রান্ত ছিলেন পাঁচ জন এবং অপর ১১ জনের দেহে কভিডের উপসর্গ ছিল।’

অপরদিকে সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রফিকুন নাহার বন্যা জানিয়েছেন, কোভিড হাসপাতালে মারা যাওয়া ১৬ জনের বাইরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও তিন জন মারা গেছেন।’

তিনি আরও জানান, মানিকগঞ্জ জেলায় এ পর্যন্ত ৩৪ হাজার ১৩৫টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৯০৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন তিন হাজার ৪০২ জন।

শেয়ার