Top

মাদারীপুরে পাটখড়ির কদর

০৫ আগস্ট, ২০২১ ৬:৫৬ অপরাহ্ণ
মাদারীপুরে পাটখড়ির কদর
মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুরে পাটের সাথে সাথে পাট খড়িরও চাহিদা বেড়েছে। পাট খড়ি ছাড়া শহর ও গ্রামান্চলের মানুষ একদিনও চলতে পারে না। জ্বালানী কাজে উনুনে আগুন ধরাতে পল্লী বা শহরের গৃহীনিদের কাছে পাট খড়ির বিকল্প নেই।

মাদারীপুর জেলার চারটি উপজেলার পথে ঘাটে এক সময় অযত্ন অবহেলায় পাটখড়ি যএতএ পড়ে থাকতো। পাটের জাগ ওঠার পর কৃষকরা আশঁ ছড়িয়ে পাট খড়ি ফেলে রাখতো যেখানে -সেখানে। অথচ সেই পাট খড়ি এখন আর ফেলনা নয়।গৃহস্হতলিসহ সংসারের বিভিন্ন প্রয়োজনে এই জেলায় ব্যাপকভাবে ব্যবহ্রত হচ্ছে পাটখড়ি।

লাউ, রেখা, দুন্দল,পুইশাক,কুমড়া ও উস্তা গাছের মাচান এবং পান বরজের পান পাটখড়িতে ভর করেই পাতা ছড়ায় চারদিকে। অস্বচ্ছল পরিবারের ঘরের বেড়া ও সৌখিন পরিবারের ঘরের সিলিং তৈরিতে পাটখড়ি ব্যবহার হয়ে থাকে।

মাদারীপুর সদর উপজেলার লক্ষীগন্জ গ্রামের পাট চাষি শাহাদাত খান জানান, এবার পাট উৎপাদন ভাল হওয়ায় পাটখড়ি উৎপাদনও ভাল হয়েছে। বর্তমান জেলার বিভিন্ন হাট বাজারে একমুটি পাটখড়ি ৭/৮ টাকা দরে বিক্রী হচ্ছে। মাদারীপুর শহরের একজন পাটখড়ি বিক্রেতা জানান, বেপারীরা গ্রাম থেকে পাইকারি দরে পাটখড়ি কিনে এনে শহরে ফেরি করে বিক্রী করে। এছাড়া পান বরজের মালিকরা মৌসুমে অগ্রীম টাকা দেয় পাট খড়ির জন্য।

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় সবচেয়ে ভাল মানের পাটখড়ি হয়।কৃষি বিভাগের জনৈক কর্মকর্তা বাবু স্বপন কুমার বলেন, শিবচরে উৎপাদিত ৭/৮ হাত লম্বা পাটখড়ির সুনাম আছে দেশজুড়ে। এখানকার ১০০ মুটি পাটখড়ি

এক হাজার টাকা দরে দক্ষিণান্চলের পান বরজ মালিকরা কিনে নেয়। এদিকে জ্বালানী হিসেবে ব্যবহারের জন্য পাট খড়ির জুড়ি নেই। রান্না ঘরে পাক করার সময় একমুটি পাটখড়ি হাতে পেলে রাগি বউয়ের মুখেও হাসির রেখা ফুটে ওঠে।

শেয়ার