Top

সিরাজগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ছাত্রী

০৫ আগস্ট, ২০২১ ১০:২২ অপরাহ্ণ
সিরাজগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ছাত্রী
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচিতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল এক স্কুল ছাত্রী। এ বাল্যবিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উক্ত উপজেলার আজুগড়া দক্ষিণপাড়া গ্রামের ১০ম শ্রেণির ছাত্রীর (১৫) সাথে শাহজাদপুর উপজেলার পোরজানা গ্রামের তাত শ্রমিকের (২৫) বিয়ের আয়োজন চলছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যার দিকে ওই গ্রামে উপস্থিত হন ভ্রাম্যমান আদালত।

পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয় এবং কনের চাচাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসাথে কনের মায়ের কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুচলেকাও নেয়া হয়। এ সময় আনসার বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার