Top

হিরোশিমা দিবস: ভালোবাসার অস্ত্র দিয়ে ধ্বংস হোক ‘লিটল বয়-ফ্যাটম্যান’

০৬ আগস্ট, ২০২১ ৩:০৭ অপরাহ্ণ
হিরোশিমা দিবস: ভালোবাসার অস্ত্র দিয়ে ধ্বংস হোক ‘লিটল বয়-ফ্যাটম্যান’
ফরহাদ বিন নূর :

“যে অস্ত্র ব্যাপ্ত হলে
নক্ষত্রখচিত আকাশ থেকে আগুন ঝরবে না
মানব বসতির বুকে
মুহূর্তের অগ্ন্যুৎপাত
লক্ষ লক্ষ মানুষকে করবে না পঙ্গু-বিকৃত
আমাদের চেতনা জুড়ে তারা করবে না আর্তনাদ
সেই অস্ত্র যে অস্ত্র উত্তোলিত হলে
বার বার বিধ্বস্ত হবে না ট্রয়নগরী… (কবি আহসান হাবীব)

সেই প্রত্যাশিত অস্ত্র হল ভালোবার অস্ত্র। প্রেমের অস্ত্র। যে অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর সমস্ত ধ্বংসাত্বক অস্ত্র হবে নত, পরাজিত। যে অস্ত্র উত্তোলিত হলে ফসলের মাঠে জ্বলবে না আগুন, খাঁ খাঁ করবে না গৃহস্থালি। আর ‘অরণ্য হবে আরও সবুজ, নদী আরও কল্লোলিত, পাখিরা নীড়ে ঘুমোবে’। ভালোবাসার অস্ত্র আমাদের সঙ্গী হলে আমাদের পারস্পারিক সম্পর্ক নিশ্চিহ্ন করবে না, বিচ্ছিন্ন হবে না মানুষ থেকে মানুষ। সেই ভালোবাসার অস্ত্রই পারে আমাদের ভেতরে বাস করা সমস্ত ঘৃণা, বিদ্বেষ, অহংকার এবং জাত্যভিমানের অমাবস্যা ভেদ করে শান্তির-সাম্যের-সখ্রযে সেনালি সূর্য উদয় করতে।

এই ‘ভালোবাসা’ অস্ত্রের অনুপস্থিতি ছিল বলেই আজ থেকে ৭৬ বছর আগে ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিলো মার্কিন যুক্তরাষ্ট্র।

১৯৪৫ সালের ৬ আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপানের হিরোশিমা শহরে পারমাণবিক বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। ঘড়ির কাঁটায় তখন জাপানের স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিট। মার্কিন বিমান বাহিনীর বি-টোয়েন্টিনাইন যুদ্ধবিমান থেকে হিরোশিমা শহরে ফেলা হয় ‘লিটল বয়’ নামে একটি পরমাণু বোমা।

ভয়বহতম এ হামলায় তাৎক্ষণিকভাবে প্রায় দেড় লাখ মানুষ নিহত হন। মাটির সঙ্গে মিশে যায় শহরের বেশিরভাগ স্থাপনা। নিমিষেই সাজানো একটি নগরী পরিণত হয় ধ্বংসযজ্ঞে। বোমা হামলার পার্শ্ব প্রতিক্রিয়ায় তেজস্ক্রিয়তার কারণে বছর শেষে আরও ৬০ হাজার মানুষ মারা যান।

হিরোশিমা শহরে বোমা হামলার তিনদিন পর ৯ আগস্ট জাপানের নাগাসাকি শহরে ‘ফ্যাটম্যান’ নামে আরও একটি শক্তিশালী পরমাণু বোমা হামলা করে যুক্তরাষ্ট্র। এতে নাগাসাকির প্রায় ৭৪ হাজার মানুষ নিহত হন।

এছাড়া, তেজস্ক্রিয়তার কারণে সৃষ্ট রোগে হিরোশিমা এবং নাগাসাকিতে চার লাখের মতো মানুষ মারা যান, যাদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক।

অনুমান করা হয় যে, ১৯৪৫ সালের ডিসেম্বরের মধ্যে বোমা বিস্ফোরণের ফলে হিরোশিমাতে প্রায় এক লাখ ৪০ হাজার লোক মারা যান। নাগাসাকিতে প্রায় ৭৪ হাজার লোক মারা যান এবং পরবর্তীতে এ দুই শহরে বোমার পার্শ্বপ্রতিক্রিয়ায় সৃষ্ট রোগে আক্রান্ত হয়ে মারা যান আরও দুই লাখ ১৪ হাজার মানুষ।

জাপানের আসাহি শিমবুনের হিসেব অনুযায়ী বোমার প্রতিক্রিয়ায় সৃষ্ট রোগসমূহের ওপর হাসপাতাল থেকে পাওয়া তথ্য গণনায় ধরে হিরোশিমায় দুই লাখ ৩৭ হাজার এবং নাগাসাকিতে এক লাখ ৩৫ হাজার লোকের মৃত্যু ঘটে। দুই শহরেই মৃত্যুবরণকারীদেরও অধিকাংশই ছিলেন বেসামরিক ব্যক্তি।


এসব পরমাণু অস্ত্র ভান্ডারের বিনাশ হোক। সেই অবিনাশী অমোঘ অস্ত্র-ভালোবাসা পৃথিবীতে ব্যাপ্ত হোক, চিরজীবী হোক। আর বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রনায়করা অশান্তির শকুন না হয়ে হোক শান্তির পয়রায় পরিণত।


জাপানের আত্মসমর্পণের পেছনে এ বোমার ভূমিকা এবং এর প্রতিক্রিয়া ও যৌক্তিকতা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। যুক্তরাষ্ট্রের ভেতরে অধিকাংশের ধারণা, এ বোমাবর্ষণের ফলে যুদ্ধ অনেক মাস আগেই সমাপ্ত হয়। যার ফলে পূর্ব-পরিকল্পিত জাপান আক্রমণ সঙ্ঘটিত হলে উভয় পক্ষের যে বিপুল প্রাণহানি হত, তা আর বাস্তবে ঘটেনি। অন্যদিকে জাপানের সাধারণ জনগণ মনে করে, এ বোমাবর্ষণ অপ্রয়োজনীয় ছিল, কেননা জাপানের বেসামরিক নেতৃত্ব যুদ্ধ থামানোর জন্য গোপনে কাজ করে যাচ্ছিল।

বিশ্বব্যাপী আধিপত্য বিস্তারের নেশায় কথিত পরাশক্তিগুলো প্রতিপক্ষ তথা মানুষ মারার নেশায় বুঁদ হয়ে তৈরি করে চলেছে শত শত কোটি ডলারের মারণাস্ত্র। কিন্তু বর্তমান করোনাভাইরাস মহামারির কাছে এসব যে কত তুচ্ছ তা টের পাচ্ছে মৃত্যু ও সংক্রমণের সংখ্যায় শীর্ষে থাকা আমেরিকা, কথিত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতসহ পরাশক্তির দাবিদার দেশগুলো।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ১৯৪৯ সালে হিরোশিমাকে ঘোষণা করা হয় শান্তির শহর। নির্মিত হয় শান্তি স্মৃতি পার্ক। প্রতিবছরই শোক আর বেদনায় দিনটিকে স্মরণ করে বিশ্ব। সঙ্গে চলে যুদ্ধ বিরোধী প্রচার।

তারপরও থেমে নেই পরমাণু অস্ত্র তৈরির প্রতিযোগিতা। বিভিন্ন গবেষণার তথ্য বলছে, অন্তত ৯টি দেশের কাছে রয়েছে ৯ হাজার পরমাণু বোমা। কঠোর গোপনীয়তায় পরমাণু অস্ত্রের ভান্ডারসমৃদ্ধ করা হচ্ছে। চলছে আরো বিধ্বংসী বোমা তৈরির পরিকল্পনা। যদিও যুদ্ধ নয় শান্তির বার্তা প্রচারেই অগ্রগামী বিশ্বের এসব ক্ষমতাধর রাষ্ট্রনায়করা।

পরিশেষে প্রত্যাশা আমার, এসব পরমাণু অস্ত্র ভান্ডারের বিনাশ হোক। সেই অবিনাশী অমোঘ অস্ত্র-ভালোবাসা পৃথিবীতে ব্যাপ্ত হোক, চিরজীবী হোক। আর বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রনায়করা অশান্তির শকুন না হয়ে হোক শান্তির পয়রায় পরিণত।

লেখক: কবি, সাংবাদিক ও আবৃত্তিকার

শেয়ার