Top

সিরাজগঞ্জে যমুনায় আবারো পানি বৃদ্ধি, বন্যার আশংকা

০৬ আগস্ট, ২০২১ ১০:১২ অপরাহ্ণ
সিরাজগঞ্জে যমুনায় আবারো পানি বৃদ্ধি, বন্যার আশংকা
সিরাজগঞ্জ প্রতিনিধি :

উজানের পাহাড়ি ঢলের পানিতে ও দফায় দফায় টানা বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি আবারো বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় যমুনায় ১৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার অনেকটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

ইতিমধ্যেই যমুনার অভ্যন্তরে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (হেড কোয়ার্টার) জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, পাহাড়ি ঢল ও দফায় দফায় ভারী বর্ষণে যমুনা নদীতে আবারো কয়েকদিন ধরে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই যমুনার অভ্যান্তরে অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ও হচ্ছে। এতে বিভিন্ন ফসল তলিয়ে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে।

এভাবে যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকলে সিরাজগঞ্জে বন্যার আশংকা করা হচ্ছে। যমুনা নদীর তীরবর্তী শাহজাদপুর, চৌহালী ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে ভাঙনও দেখা দিয়েছে। অবশ্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এসব স্থানে নজর রাখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

শেয়ার