আজ সোমবার (৯ আগস্ট) বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচের উপর শিরোপা ও দ্বিতীয় স্থান নির্ধারণ করছে অনেকাংশে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ডাগ আউটে থাকছেন না শেখ জামালের হেড কোচ শফিকুল ইসলাম মানিক। ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগে চাকরি হারালেন মানিক।
শেখ জামাল ধানমন্ডির ম্যানেজার আনোয়ারুল করিম হেলালের সঙ্গে এই বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু মানিকের সাথে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সম্পর্কছেদের বিষয়টি নিশ্চিত করেছেন।
শফিকুল ইসলাম মানিকের অধীনে শেখ জামাল বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত খেলছিল। অল্প বাজেটের দল নিয়ে তারা শিরোপা ফাইটে ছিল৷ বাংলাদেশ প্রিমিয়ার লিগে মাত্র একটি ম্যাচে হেরেছিল জামাল মানিকের কোচিংয়ে। আগের লেগে শক্তিশালী বসুন্ধরা কিংসের সঙ্গে গোলশুন্য ড্র করেছিল শেখ জামাল। চলতি মৌসুমে লিগে রানারআপ হলে এএফসি কাপের প্লে অফ খেলার সুযোগ থাকত৷ ক্লাবের আকস্মিক এই সিদ্ধান্তের প্রেক্ষিতে কোচ শফিকুল ইসলাম মানিক তাত্ক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি।
আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে তার বক্তব্য প্রদান করবেন। ক্লাবটির ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু বলেন, ‘আজ সকালে আমাদের ক্লাবের চেয়ারম্যান (মনজুর কাদের) এই সিদ্ধান্ত নিয়েছেন।’
সর্বশেষ ম্যাচে ঢাকা আবাহনীর বিপক্ষে ২ গোলে এগিয়ে থেকে দুই গোল হজম করে ড্র করায় ক্লাব চেয়ারম্যান কোচের উপর নাখোশ ছিলেন বলে জানা গেছে। এর আগে আরামবাগের বিপক্ষে হারের পরও ক্লাব কর্তৃপক্ষ অসন্তোষ প্রকাশ করেছিল।