সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার রাজধানীর স্বাস্থ্য অধিদফতরের তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গতকাল সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ২২৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ঢাকায় হাসপাতালে নতুন ২১১ জন এবং ঢাকার বাইরে নতুন ১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতকাল নতুন ২১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তির খবর দিয়েছিলো স্বাস্থ্য অধিদফতর। তাদের মধ্যে ঢাকায় ১৮১ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ২৯ জন।
চলতি বছরের প্রথমদিন থেকে এখন পর্যন্ত সারাদেশে ৪ হাজার ৯৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।