Top

বারংবার নীতিনির্ধারকদের নির্ধারণ

১০ আগস্ট, ২০২১ ৫:৫১ অপরাহ্ণ
বারংবার নীতিনির্ধারকদের নির্ধারণ
মুহাম্মদ জাভেদ হাকিম :

ফেসবুকজুড়ে অনেকের টাইমলাইনে, এরকম ছবি বেশ ঘুরপাক খাচ্ছে। সঙ্গে দু’চার লাইন বেশ হাস্যরস লেখা। যা পড়ে অনেকেই বেশ মজা পাচ্ছেন। কমেন্টস করে মজার ব্যাপ্তি আরো বাড়িয়ে তুলছে।

প্রসঙ্গঃ ১১ তারিখ হতে গণপরিবহন চলাচল সম্পর্কে সরকারের নীতিনির্ধারকদের করা নিয়মাবলী।

অধিকাংশ ফেসবুক লেখক বোদ্ধারা নীতিনির্ধারকদের মাথায় গোবর, অনেকটা এরকমই বুঝাতে চাচ্ছেন। আসলেই কি তাদের মাথায় গোবর কিংবা তারা কি নির্বোধ। কখনোই না। হতেও পারে না। বরং তাদেরকে সুযোগ করে দিচ্ছি আমরা।

কিভাবে! মূল ব্যপারটা পাশ কেটে গুরুত্বহীন বিষয়ে লিখতে গিয়ে তা ট্রলে পর্যবসিত। আর এই সুযোগটাই তারা বারংবার কাজে লাগিয়ে বুর্জোয়া শ্রেণী গোষ্ঠীর শোষণ ও শাসনের শিকারে পরিণত করে দিচ্ছি সাধারণ নাগরিকদের।

মানুষের মৃত্যু যখন শতকের নীচে তখন কঠোর লকডাউনের অন্তরালে বেনিয়া শ্রেণীর উদোরপূর্তী। এখন মৃত্যু প্রায় তিনশত ছুঁই ছুঁই তখন সব দিচ্ছে খুলে। (যদিও আমি ব্যক্তিগত ভাবে রোগের সংক্রমণ ক্ষমতায় বিশ্বাসী নই। যতদূর জানি তা হলো মুভমেন্ট করা যাবে না।অর্থাৎ সংক্রমিত অঞ্চল হতে অন্যত্র যাওয়া যাবে না। কিন্তু তা কঠোর বিধিনিষেধের মধ্যেও রোধ করা যায়নি।)

অর্ধেক গণপরিবহন বসিয়ে রেখে, চলাচল করা পরিবহনে সব আসন পূর্ণ করে (গাদাগাদি) করা হবে যাত্রিধারণ।

অতঃপর মৃত্যু হার যদি কোন কারণে তিনশত অতিক্রম করে, তখন হয়তো আবারো সাধারণ নাগরিকদের উপর নেমে আসবে লকডাউন নামক নিরব মারণাস্ত্র।

যে মূহুর্তে সাধারণ ব্যবসায়ী ও শ্রেণীগোষ্ঠী থাকবে রুটিরুজির চিন্তায় দিশেহারা, তখন রাক্ষুসের দল অট্ট হাসিতে করোনার দোহাই তুলে বুর্জোয়াসুলভ আচরণে পূনরায় মেতে উঠবে। প্রণোদনা চাই নইলে রফতানি শিল্প টিকিয়ে রাখা যাবে না। বাজারে নাপা জাতীয় মেডিসিন সরবরাহ কমে যাবে। বিদেশ হতে উচ্চমূল্যে করোনা প্রতিরোধের দ্রব্যাদি আনিয়ে, বাগিয়ে নিবে টাকা ভর্তি বস্তা। আরো কত কি।

যদি তাই না হবে তাহলে কেনো এরকম ভাবে বারংবার করা হচ্ছে নীতিনির্ধারকদের নিয়মাবলী নির্ধারণ?

এরইমধ্যে লকডাউনের ২৭৮ দিনে সাধারণ দোকানিরা ২৭ লক্ষ কোটি টাকা ক্ষতিগ্রস্ত। ৫৫ লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ী পুঁজি হারিয়েছে। হাজার হাজার শ্রমিক কর্মচারী চাকরিচ্যূত। নিরব বোবা কান্না চলছে আজ অনেক পরিবারেই।

এতোসবের পরেও কেনো বারংবার অদূরদর্শী লকডাউন। কাদের স্বার্থে? মনে রাখতে হবে প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো তার নাগরিকদের দৈনন্দিন চাহিদার সব কিছু ঘরে পৌঁছে দেয়ার পরেও ঘরবন্দি রাখতে পারে নাই। সেই জায়গায় আমাদের মত রাষ্ট্রে তা কি করে সম্ভব!

শেয়ার