দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে লেনদেনে বেশির ভাগ বিদেশি মুদ্রার দাম অপরিবর্তীত রয়েছে।
সোমবার (৩০ নভেম্বর) দাম বেড়েছে ইউরো, ব্রিটিশ পাউন্ড,জাপানি ইয়েনের। কমেছে সৌদি রিয়ালের।
গত কয়েকদিন ধরে মার্কিন ডলারের দাম অপরিবর্তীত রয়েছে। এই ধারা অব্যাহত আছে। এ ছাড়া মালয়েশিয়ার রিঙ্গিট,কুয়েতি দিনার ও সিঙ্গাপুর ডলারের দাম অপরিবর্তীত রয়েছে।
সোমবার ব্যাংকগুলোতে গড়ে প্রতি ডলার কেনা হয় ৮৩ টাকা ৯৫ পয়সায়; বিক্রি করা হয় প্রায় ৮৫ টাকায়। ইউরো ৯৯ টাকা ৮৪ পয়সায় কিনে ১০৫ টাকায় বিক্রি করা হয়।
১১১ টাকা ৫৪ পয়সা ক্রয়মূল্যের যুক্তরাজ্যের পাউন্ড বিক্রি হয় ১১৫ টাকা ৭৩ পয়সায়।
জাপানি ইয়েন কেনা হয় ০.৮০ টাকায়; বিক্রি হয় ০.৮৫ টাকায়। সৌদি রিয়েল কেনাবেচা হয় যথাক্রমে ২২ টাকা ৩০ পয়সা ও ২২ টাকা ৯০ পয়সায়। মালয়েশিয়ার রিঙ্গিট কেনা হয় ১৮ টাকা ১৩ পয়সায়; বিক্রি হয় ২১.৮৫ টাকায়।
সিঙ্গাপুর ডলার ৬১ টাকা ৩৬ পয়সায় কিনে ৬৩ টাকা ২৩ পয়সায় বিক্রি করা হয়। কুয়েতি দিনার কেনা হয় ২৬০ টাকা ৬১ পয়সায়; বিক্রি হয় ২৮১ টাকা ৫৭ পয়সায়।