Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

বড় জয়ে শুরু মেসিবিহীন বার্সেলোনা যুগের

১৬ আগস্ট, ২০২১ ১১:৪২ পূর্বাহ্ণ
বড় জয়ে শুরু মেসিবিহীন বার্সেলোনা যুগের

বার্সেলোনা লিওনেল মেসি ছাড়া নতুন জীবন শুরু করেছে। কাতালান জায়ান্টদের সেই শুরুটা হলো লা লিগার জমজমাট এক উপভোগ্য ম্যাচ দিয়ে। স্প্যানিশ লিগে কোচ রোনাল্ড কোম্যানের শিষ্যরা নিজেদের উদ্বোধনী ম্যাচ রাঙাল জয় দিয়ে। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে মার্টিন ব্রাথওয়েটের জোড়া গোলের সুবাদে বার্সেলোনা ৪-২ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদকে।

ব্রাথওয়েটের দুই গোলের সঙ্গে বার্সার হয়ে বাকি গোলটি করেন জেরার্ড পিকে ও সার্জি রবার্তো। অতিথি সোসিয়েদাদের হয়ে দুটি গোল করেন জুলেন লোবেতে ও মিকেল ওয়ারজাবাল।

ম্যাচে না থেকেও যেন ছিলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসি। পিএসজি’তে চলে গেলেও ন্যু ক্যাম্পের গ্যালারির ২২ হাজার বার্সা সমর্থকদের অনেকেই এসেছিলেন মেসির জার্সি গায়ে। ম্যাচের বয়স ১০ এ পা দিতেই ভক্তরা ক্লাবের রেকর্ড গোলদাতার নাম জবতে থাকেন।

কাফ ইনজুরি নিয়ে দশ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন সার্জিও আগুয়েরো। তবে দলের ম্যাচ উপভোগ করেছেন আর্জেন্টাইন এ স্ট্রাইকার সাইডলাইন থেকে।

শেয়ার