Top

ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের হিটে আটজনের মধ্যে অষ্টম সুমাইয়া

১৮ আগস্ট, ২০২১ ৩:২৬ অপরাহ্ণ
ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের হিটে আটজনের মধ্যে অষ্টম সুমাইয়া

বাংলাদেশের সুমাইয়া দেওয়ান কেনিয়ায় জুনিয়র ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টের অনূর্ধ্ব-১৮ বিভাগের হিটে আটজনের মধ্যে অষ্টম হয়েছেন। বিকেএসপির এই শিক্ষার্থীর টাইমিং ছিল ১২.৯১ সেকেন্ড। এছাড়া ক্যারিয়ারে প্রথমবার ইলেকট্রনিক টাইমারে দৌড়েছেন তিনি। যে কারণে এটাই তার ক্যারিয়ারসেরা টাইমিং।

কেনিয়ার রাজধানী নাইরোবিতে এই ইভেন্টে মোট ৩৬ জন প্রতিযোগী অংশ নেন। এর মধ্যে টাইমিং অনুযায়ী তার অবস্থান সবার শেষে। সুমাইয়ার সঙ্গে তিন নম্বর হিটে আটজনের মধ্যে প্রথম হয়েছেন নামিবিয়ার বিট্রাইস মাসিলিংগি। তার টাইমিং ছিল ১১.২০ সেকেন্ড।

প্রসঙ্গত, ২০১৮ সালে এই নাইরোবিতে ইয়ুথ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটারে অংশ নিয়ে সেমিফাইনালে উঠে চমক দেখিয়েছিলেন বাংলাদেশের জহির রায়হান।

শেয়ার